- আনোয়ার হাসান
চুরির বিধান হাত কাটলে
যুগ পিছাবে তিনশো বছর,
যুগ পিছাবে তিনশো বছর,
এই অভিযোগ শুধু মিছে
আগে মাপ জ্ঞানের বহর।
ঘাটের মানুষ আম-জনতা
কাটার পক্ষে স্লোগান তোলে,
বুদ্ধিজীবী এলিট যারা
সদাই ভীতু বিহ্বলে।
আগে জানো চুরির সংজ্ঞা-
তারপরে শরিঈ বিধান,
তারপরে শরিঈ বিধান,
পেটের দায়ে স্বভাব নষ্ট
আগে করো তার সমাধান।
গোত্র পতি সমাজ পতি
নামে নামে ডাক পড়বে,
সময় থাকতে শুধরে নিও
পরকালে কি করবে।
যাদের জীবন কার হাঁকিয়ে
আকাশছোঁয়া অট্টালিকায়,
পায়ের সাথে মাটির দেখা
খুব কদাচিৎ জীবদ্দশায়।
তারাই জানে চুরির সংজ্ঞা
ধরন ভেদ প্রকার আকার।
- ভীতু থাকা ঢের স্বাভাবিক,
এই কারণেই খুব হাহাকার।
আশা করি ভীতির হেতু
বুঝে নেবে এই জনতা,
বুঝে নেবে এই জনতা,
টক-শো তে যতই ছড়াক-
মিছে বার্তা, মিছে কথা।
Post a Comment