Bangladesh Navy: Recruitment Circular- Direct Commissioned Officer- 2020: DEO


বাংলাদেশ নৌ বাহিনী
2020 এ সরাসরি কমিশন্ড অফিসার ডিইও/ DEO

Join Bangladesh Navy 
Take Smart Decision

Date:27-04-2019
-----

Recruitment Circular


আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 30 জুন 2019


উপযুক্ততা
1. ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা- পুরুষ
➤ বয়স 
* 01 জনুয়ারি 2000 তারিখে অনূর্ধ্ব 30 বছর, (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
➤ শিক্ষাগত যোগ্যতা
সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য অথবা পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে নেভাল আর্কিটেকচার/ মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ  স্নাতক/ স্নাতক সম্মান [এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জি পি এ 4.00 এবং স্নাতক/ স্নাতক সম্মান পরীক্ষায় সি জি পি এ (4.00 স্কেলে) 2.5 পয়েন্ট],
# [উচ্চ শিক্ষা সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে]
ডিসিপ্লিন সমূহ 
নেভাল আর্কিটেকচার/
মেকানিক্যাল/
ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
➤ বৈবাহিক অবস্থা
অবিবাহিত
 নিয়োগ 
চূড়ান্ত মনোনয়ন মনোনয়ন শেষে স্থায়ী কমিশন্ড অফিসার হিসেবে এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে নিয়োগ দেয়া হবে এবং সং লেফটেন্যান্ট হিসেবে এবং সাপ্লিমেন্ট হিসেবে হিসেবে লেফটেন্যান্ট হিসেবে সাবলেট হিসেবে নিয়োগ দেওয়া হবে
➤ বিশেষ ভাতা
কমিশন প্রাপ্তির পর এককালীন 59,150/00 টাকা বিশেষ ভাতা (থোক অনুদান) দেয়া হবে

2. শিক্ষা শাখা- পুরুষ ও মহিলা
➤ বয়স 
* 01 জনুয়ারি 2000 তারিখে অনূর্ধ্ব 30 বছর, (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
 শিক্ষাগত যোগ্যতা
# নিম্নে বর্ণিত বিষয় সমূহ সম্মান অথবা সম্মানসহ মাস্টার্স. [এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জি পি এ 4.00 এবং স্নাতক/ স্নাতক সম্মান পরীক্ষায় সি জি পি এ (4.00 স্কেলে) 2.5 পয়েন্ট
ডিসিপ্লিন সমূহ 
* গণিত 
* ইংরেজি 
* পদার্থ 
* রসায়ন 
* মনোবিজ্ঞান 
* আইন
* কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
# চাকরির বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ দেরকে অগ্রাধিকার দেওয়া হবে

➤ বৈবাহিক অবস্থা 
বিবাহিত/ অবিবাহিত
 নিয়োগ
চূড়ান্ত মনোনয়ন শেষে স্থায়ী কমিশন্ড অফিসার হিসেবে এক্টিং ইন্সট্রাক্টর সাব লেফটেন্যান্ট পদে স্বল্প মেয়াদি কমিশনে 5/ পাঁচ বছরের জন্য নিয়োগ দেওয়া হবে, পরবর্তীতে অফিসার এর আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় বিধি অনুযায়ী চাকরি বর্ধিত/স্থায়ী নিয়োগ দেয়া হবে
➤ বিশেষ ভাতা
কমিশন প্রাপ্তির পর এককালীন 59,150/00 টাকা বিশেষ ভাতা (থোক অনুদান) দেয়া হবে
===== সকল শাখার জন্য ===========
➤ জাতীয়তা বাংলাদেশী (পুরুষ ও মহিলা নাগরিক)
 শারীরিক মান ন্যূনতম- পুরুষ
উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি
ওজন 50 কেজি
বুকের মাপ স্বাভাবিক 30 ইঞ্চি, সম্প্রসারিত 32 ইঞ্চি
শারীরিক মান ন্যূনতম- মহিলা
উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি
ওজন 46 কেজি
বুকের মাপ স্বাভাবিক 28 ইঞ্চি, সম্প্রসারিত 30 ইঞ্চি
উল্লেখ্য * (উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে)



অযোগ্যতা 
* সেনা, নৌ ও বিমান বাহিনী অথবা যে কোন সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে
* আই এস এস বি কর্তৃক দুইবার স্ক্রীন আউট/ প্রত্যাখ্যাত হলে, কিন্তু একবার স্ক্রীন আউট ও একবার প্রত্যাখ্যাত হলে পারবেন, তবে যে সকল প্রার্থীগণ গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট অথবা সমমান ডিগ্রী অর্জনের পূর্বে দুইবার স্ক্রীন আউট হয়েছেন তারা গ্রাজুয়েশন/ পোস্ট গ্রাজুয়েশন অথবা সমমান ডিগ্রি অর্জন সাপেক্ষে গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট অর্জন করা অবধি পাঁচ বছর অতিবাহিত হলে আবেদন এর জন্য বিবেচিত হবেন
* সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে
* অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ অথবা এক নামে অধিক আবেদন বাতিল বলে গণ্য হবে
* কোন বিচারালয় হতে দন্ডপ্রাপ্ত হলে

মনোনয়ন পদ্ধতি
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার 
* বি এন কলেজ ঢাকায় প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার 09 থেকে 11 জুলাই 2019 (পরিবর্তনযোগ্য) তারিখে অনুষ্ঠিত হবে
লিখিত পরীক্ষা 
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারে উপযুক্ত বিবেচিত প্রার্থীগণের বুদ্ধিমত্তা এবং ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা 12 জুলাই 2019 (পরিবর্তনযোগ্য) উল্লিখিত কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে
আই এস এস বি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের আই এস এস বি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার আন্ত:বাহিনী নির্বাচন পরিষদ (আই এস এস বি), ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে
চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা
আইএসএসবি কর্তৃক নির্বাচিত প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা সেনানিবাসস্থ বিএনএস হাজী মহসিন এ উপস্থিত হতে হবে
চূড়ান্ত মনোনয়ন 
চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত প্রার্থীগণের নৌ সদর কর্তৃক সাক্ষাৎকারের মধ্যে অনুষ্ঠিত হবে

প্রশিক্ষণ/ কমিশন
------
বেতন ও ভাতা
সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদি সহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন, পরবর্তীতে মিডশিপম্যান হিসাবে পদোন্নতি পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন
অন্যান্য বিশেষত্ব
* ক্যারিয়ার
* বিদেশে ভ্রমণ
* উচ্চতর প্রশিক্ষণ
* জাতিসংঘ মিশন
* বাংলাদেশ দূতাবাস
* সন্তানদের শিক্ষা
* ডি ও এইচ এস এ- প্লট
* বাসস্থান
* চিকিৎসা
আবেদন ফরম সংগ্রহ ও পূরণ
অনলাইন আবেদন পদ্ধতি এখানে ক্লিক করুন
ম্যানুয়াল আবেদন পদ্ধতি নিচে সার্কুলার দেখুন
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 30 জুন 2019


=== 

Recent Circular/ (More Info):
No
Date
Details
To See CLICK HERE

    01.    30/10/2021 Publish  Commissioned Officer 07/11/2021 (Last)   CLICK HERE

 ===



Post a Comment

Previous Post Next Post