Bangladesh Navy, Officer Cadet Batch in 2020 (1st Group), Join Bangladesh Navy


Bangladesh Navy 
Officer Cadet Batch 2020 (1st Group)

Join Bangladesh Navy 
Take Smart Decision


Date: 25 April 2019
No:

Recruitment Circular

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 10 মে 2019

উপযুক্ততা
বয়স 
* 01 জনুয়ারি 2000 তারিখে 16 বছর 6 মাস থেকে 21 বছর, (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
* সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 25 বছর, (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
শারীরিক মান ন্যূনতম- পুরুষ
উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি
ওজন 50 কেজি
বুকের মাপ স্বাভাবিক 30 ইঞ্চি, সম্প্রসারিত 32 ইঞ্চি
শারীরিক মান ন্যূনতম- মহিলা
উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি
ওজন 46 কেজি
বুকের মাপ স্বাভাবিক 28 ইঞ্চি, সম্প্রসারিত 30 ইঞ্চি

*(উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে)

শিক্ষাগত যোগ্যতা
* মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান বিভাগ)/ সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ, উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞানে ন্যূনতম জিপি 4.00 প্রাপ্ত হতে হবে
* English medium candidate, see the circular below and web circular
----
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জাতীয়তা বাংলাদেশী (পুরুষ ও মহিলা নাগরিক)

অযোগ্যতা 
* সেনা, নৌ ও বিমান বাহিনী অথবা যে কোন সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে
* আই এস এস বি কর্তৃক দুইবার স্ক্রীন আউট/ প্রত্যাখ্যাত হলে
* সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে
* অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ অথবা এক নামে অধিক আবেদন বাতিল বলে গণ্য হবে

মনোনয়ন পদ্ধতি
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার 
* ঢাকা, চট্টগ্রাম ও খুলনা কেন্দ্রে  প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার 27 থেকে 30 মে 2019 (পরিবর্তনযোগ্য) তারিখে অনুষ্ঠিত হবে
লিখিত পরীক্ষা 
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারে উপযুক্ত বিবেচিত প্রার্থীগণের বুদ্ধিমত্তা এবং ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা 31 মে 2019 (পরিবর্তনযোগ্য) উল্লিখিত কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে
আই এস এস বি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের আই এস এস বি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার আন্ত:বাহিনী নির্বাচন পরিষদ (আই এস এস বি), ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে
চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা
আইএসএসবি কর্তৃক নির্বাচিত প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা সেনানিবাসস্থ বিএনএস হাজী মহসিন এ উপস্থিত হতে হবে
চূড়ান্ত মনোনয়ন পর্ষদ
চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত প্রার্থীগণের নৌ সদর কর্তৃক চূড়ান্ত মনোনয়ন পর্ষদ কার্যক্রম ডিসেম্বর 2019 এর মধ্যে অনুষ্ঠিত হবে
নেভাল একাডেমিতে যোগদান
চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীগণ ডিসেম্বর 2019 এর শেষ সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমি, পতেঙ্গা, চট্টগ্রামে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করবেন
প্রশিক্ষণ/ কমিশন
প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব লেফটেন্যান্ট
সাথে একাডেমিক স্টাডি ডিগ্রী- 
*এক্সিকিউটিভ শাখার ক্যাডেটদের জন্য--- বিএসসি অনার্স (মেরিটাইম সাইন্স): বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল
* সাপ্লাই শাখার ক্যাডেটদের জন্য--- বিবিএ ডিগ্রী: বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল
* ইঞ্জিনিয়ারিং ও ইলেক্ট্রিক্যাল শাখার ক্যাডেটদের জন্য- বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং: বুয়েট/ এম আই এস টি
বেতন ও ভাতা
সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদি সহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন, পরবর্তীতে মিডশিপম্যান হিসাবে পদোন্নতি পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন
অন্যান্য বিশেষত্ব
* ক্যারিয়ার
* বিদেশে ভ্রমণ
* উচ্চতর প্রশিক্ষণ
* জাতিসংঘ মিশন
* বাসস্থান
* চিকিৎসা
আবেদন ফরম সংগ্রহ ও পূরণ
অনলাইন আবেদন পদ্ধতি এখানে ক্লিক করুন
ম্যানুয়াল আবেদন পদ্ধতি নিচে সার্কুলার দেখুন

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 10 মে 2019

=== 

Recent Circular/ (More Info):
No
Date
Details
To See CLICK HERE

    01.    30/10/2021 Publish  Commissioned Officer 07/11/2021 (Last)   CLICK HERE

 ===

Post a Comment

Previous Post Next Post