Mir Akhter Hossain Limited: Employment Notice / Job Circular মীর আক্তার হোসেন লিমিটেড

নিয়োগ বিজ্ঞপ্তি/ Job Circular
মীর আক্তার হোসেন লিমিটেড 

মীর আক্তার হোসেন লিমিটেড যথাযথ যোগ্যতাসম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কাছ থেকে অতিসত্বর নিম্নলিখিত পদ সমূহের জন্য দরখাস্ত আহবান করছে, আগ্রহী প্রার্থীগণকে 27 এপ্রিল 2019 তারিখের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে দরখাস্ত অফিসে প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে

Mir Akhter Hossain Limited is urging applicants for the following posts from appropriate qualified and experienced candidates. Interested candidates are requested to send Application, directly or by post in the office by April 27, 2019.

পদের নাম সমূহ/ Post names

হাইড্রোলিক মেকানিক
ড্রাম ট্রাক, মিক্সার ট্রাক, এক্সাভেটর, ডোজার, গ্রেটার সহ অন্যান্য কনস্ট্রাকশন মেশিন এর হাইড্রোলিক মেকানিক্স কাজের 10 থেকে 15 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন এবং কোন খ্যাতিমান কোম্পানির কাজ করার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন

ইঞ্জিন মেকানিক
ড্রাম ট্রাক, মিক্সার ট্রাক, এক্সাভেটর, ডোজার, গ্রেটার সহ অন্যান্য কনস্ট্রাকশন মেশিনারিজ এর ইঞ্জিন মেকানিক হিসেবে কাজের 10 থেকে 15 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন এবং কোন খ্যাতিমান কোম্পানির কাজ করার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন

অটো ইলেকট্রিশিয়ান 
কনস্ট্রাকশন মেশিনারিজ এর সংশ্লিষ্ট কাজে  5 থেকে 10 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন
----------------------------

উল্লেখ্য প্রার্থীদেরকে উচ্চ বেতনে নিয়োগ দেওয়া হবে
আবেদনের শেষ তারিখ 27 এপ্রিল 2019  

যে সকল বিষয় আবেদনের সাথে পেশ করতে হবে
*পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত
*দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
*ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি
*অভিজ্ঞতা সনদের কপি

যোগাযোগের ঠিকানা 
মীর আক্তার হোসেন লিমিটেড
রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার, লেভেল 7 ও 10
ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা 1000
ফোন নম্বর 960 150 2535
ইমেইল ঠিকানা - aislam2005@gmail.com


Post a Comment

Previous Post Next Post