Postgraduate Diploma in Sports Science
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর
পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর
তারিখ 25 এপ্রিল 2019
এতদ্বারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ক্ৰীড়া বিজ্ঞান স্নাতকোত্তর ডিপ্লোমা কলেজ এর প্রত্যক্ষ ও সকলকে জানানো যাচ্ছে যে, যে ক্রীড়া বিজ্ঞান স্নাতকোত্তর ডিপ্লোমা পরীক্ষা 2018 এর ফরম পূরণ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন হবে, পরীক্ষার বিস্তারিত সময়সূচী পরবর্তীতে প্রকাশ করা হবে, উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের আবেদন ফরম বিবরণী ফরম ও ফি জমাদানের তারিখ, নিয়মাবলী ও শর্তাবলি নিম্নে প্রদত্ত হলো
1. আবেদন ফরম বিবরণী ফরম ও ফি জমাদানের তারিখ, নিয়মাবলী ও শর্তাবলি নিম্নে প্রদত্ত হলো
খ শিক্ষার্থী কর্তৃক প্রিন্ট করা ফরম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ: 5 মে 2019 বিকাল 4 টা পর্যন্ত
গ কলেজ কর্তৃক ডাটা নিশ্চয়ন করার তারিখ: 6 মে 2019
ঘ কলেজ কর্তৃক সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ: 7 মে 2019
ঙ Pay Slip, ফি বিবরণী, শিক্ষার্থীর বিবরণী ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়ার তারিখ: 8 মে 2019
2 পরীক্ষার ফি জনপ্রতি
* নিয়মিত অনিয়মিত : 5000 টাকা
* মনোনয়নপত্র : 1000 টাকা
* ব্যবহারিক পরীক্ষার ফি: 600 টাকা
* কেন্দ্র ফি বিশ্ববিদ্যালয়ে জমা হবে না: 500 টাকা
* বিশেষ অন্তর্ভুক্তি শুধুমাত্র মানোন্নয়ন পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য: 500 টাকা
3. পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবে
*পরীক্ষার নাম : ক্ৰীড়া বিজ্ঞান স্নাতকোত্তর ডিপ্লোমা পরীক্ষা 2018
শিক্ষাবর্ষ : 2017-2018
নিয়মিত/ অনিয়মিত : নিয়মিত
শর্তাবলী: উল্লেখিত শিক্ষাবর্ষ ব্যতীত কেউ ফরম পূরণ করতে পারবে না
*পরীক্ষার নাম : ক্ৰীড়া বিজ্ঞান স্নাতকোত্তর ডিপ্লোমা পরীক্ষা 2018
শিক্ষাবর্ষ : 2016-2017
নিয়মিত/ অনিয়মিত : অনিয়মিত :
শর্তাবলী: উল্লেখিত শিক্ষাবর্ষ ব্যতীত কেউ ফরম পূরণ করতে পারবে না
অনলাইনে আবেদন ফরম পূরণ (শিক্ষার্থীদের জন্য) এখানে ক্লিক করুন
অনলাইনে পরীক্ষার্থীদের ডাটা এন্ট্রি (কলেজের জন্য) এখানে ক্লিক করুন
===
Recent Circular:
No | Date | Details | To See CLICK HERE↓ |
01. 16/08/2021 (Publish) Job- Tech Officer: 16/09/2021 (Last) CLICK HERE
02. --
===
Post a Comment