বিশ্ব মা দিবস 2019 উদযাপন
মহিলা বিষয়ক অধিদপ্তর
স্বপ্নজয়ী মা কে সম্মাননা প্রদান
বিশ্ব মা দিবস 2019 উদযাপন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর কয়েকজন স্বপ্নজয়ী মা কে (যে সকল সংগ্রামী নারী বিভিন্ন প্রতিকূলতার মাঝে সন্তানদেরকে সুপ্রতিষ্ঠিত করেছেন) সম্মাননা প্রদান করবে. সে লক্ষ্যে আগ্রহী উপযুক্ত মা দেরকে আবেদন করার জন্য আহবান করা যাচ্ছে-আবেদনের শেষ তারিখ 2 মে 2019
যে ঠিকানায় আবেদন করতে হবে
পরিচালক
মহিলা বিষয়ক অধিদপ্তর, ঢাকা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
আবেদনপত্রে যে সকল বিষয়ের উল্লেখ থাকতে হবে
1 আবেদনকারীর নাম, স্বামী, ও পিতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা [যদি থাকে]
2 মোট সন্তান সংখ্যা, সুপ্রতিষ্ঠিত সন্তান সংখ্যা ও বর্ণনা
3 আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, পেশা ও মাসিক আয়
4 আবেদনকারী কি কি প্রতিকূলতা অতিক্রম করে সন্তানদেরকে নিয়ে স্বপ্ন পূরণ করেছেন তার বিবরণী এক পৃষ্ঠা
5 সুপ্রতিষ্ঠিত সন্তানদের শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত ও সামাজিক অবস্থানের প্রমাণাদির ফটোকপি [সংশ্লিষ্ট জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কর্তৃক সত্যায়িত] দাখিল করতে হবে
মহিলা বিষয়ক অধিদপ্তর, ঢাকা/ Women Affairs Department, Dhaka
Post a Comment