Bangladesh Insurance Academy || Post Graduate Diploma: Insurance ||

বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি
৫৩, মহাখালী বা/এ, ঢাকা-১২১২

বিশ্বব্যাপি বীমা শিল্পের প্রসার, দক্ষ জনশক্তি সৃষ্টি এবং এ পেশায় নিয়োজিত জনবলকে যুগের চাহিদা মোতাবেক পেশাগত জ্ঞানে সমৃদ্ধ করে গড়ে তুলতে বীমা বিষয়ক পোষ্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অর্থাৎ “এসোসিরেটশীপ অব বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি (এবিআইএ)” অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বীমা শিল্পের ক্রমবর্ধমান অগ্রযাত্রায় অংশগ্রহণ করার জন্য প্রতি বৎসরের ন্যায় এবারও বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি ডিপ্লোমা অক্টোবর-২০১৯ পর্বে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাচ্ছে । পোষ্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সংক্রান্ত তথ্যাবলী নিম্নে প্রদান করা হলোঃ

ভর্তি ও রেজিস্ট্রেশন 
১৬ সেশ্টেম্বর থেকে ৭ অক্টোবর ২০১৯ পর্যন্ত
৬০০/- টাক

কাউন্সিলিং ক্লাস 
১৫ অক্টোবর ২০১৯ থেকে শুরু
প্রতি বিষয় ৪৫০/- টাকা

পরীক্ষায় ফি প্রদান এবং প্রবেশপত্র সংগ্রহ
১৭ অক্টোবর ২০১৯ থেকে ১৭ নভেম্বর ২০১৯
প্রতি বিষয় ৫০০/- টাকা

পরীক্ষা
২৫ নভেম্বর ২০৯৯ হতে শুক
পরীক্ষার সময়সূচি ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে
=========

* ডিপ্লোমা ভর্তি ও পরীক্ষার আবেদন ফরম, নিয়মাবলী একাডেমির ওয়েবসাইট (www.bia.gov.bd) পাওয়া যাবে।
* রেজিষ্ট্রেশন ফি, পরীক্ষার ফি, কাউন্সিলিং ফি, মেস্বারশীপ ফি (ডাচ বাংলা মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর- 1973) এ জমা দিতে হবে।

ভর্তি হওয়ার যোগ্যতাঃ  স্নাতক ।

যোগাযোখ ও বিস্তারিত জানার জন্যঃ ফোনঃ ৯৮৯৯২৯২-৩, এক্স ১০৮, ১৩৬, ১০৭, ১১২


পরিচালক
বিআইএ

Post a Comment

Previous Post Next Post