Bangladesh Parjatan Corporation National Hotel and Tourism Training Institute Admission Notice National Certificate Course


ন্যাশনাল হোটেল এ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট
বাংলাদেশ পর্যটন করপোরেশন
(সরকারী পর্যটন সংস্থা)

ভর্তি বিজ্ঞপ্তি
ন্যাশনাল সার্টিফিকেট কোর্স

দেশে-বিদেশে হোটেল, মোটেল, গেস্ট হাউজ, রেস্তোরা, ফাস্ট ফুড শপ, বেকারী, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, বিমান সংস্থাসহ পর্যটন শিল্প ও অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানে প্রাসঙ্গিক ক্ষেত্রে কর্মজীবন গড়ে তুলতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নিম্নবর্ণিত বিষয়ে ১৮ সপ্তাহ মেয়াদী ন্যাশনাল সার্টিফিকেট কোর্সে ভর্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা যাচ্ছে।

 প্রশিক্ষণ কোর্সের নাম ও বিবরণ

১. ট্যুর গাইড এন্ড ট্রােল এজেন্সি অপারেশন
এয়ারলাইন, ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটর প্রতিষ্ঠানসমূহ পরিচালনা এবং এয়ারলাইন্স টিকেটিং ও এয়ারলাইন্স ফেয়ার ক্যালকুলেশন অন্তর্ভুক্ত বিষয়াদি।

কোর্স ফি ৩৫,০০০/-টাকা।

লিখিত পরীক্ষা
৩০-০৯-২০১৯
দুপুর  ১২:০০টা



২. ফ্রন্ট অফিস এ্যান্ড সেক্রেটারিয়্যাল অপারেশন্স
(হোটেল, মোটেল, গেস্ট হাউজ ও সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্র অভার্থনাসহ ক্রন্ট অফিসের যাবতীয় কার্যাবলী।

কোর্স ফি ৩০,০০০/- টাকা।

লিখিত পরীক্ষা
২৯-০৯-২০১৯
সকাল  ১০:০০টা

৩. ফুড এ্যান্ড বেভারেজ সার্ভিস
(হোটেল, মোটেল, ও রেস্তোরা পরিচালনার ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুযায়ী রেস্তোরা প্রিপারেশন, টেবিল সেট-আপ, খাদ্য ও পানীয় পরিবেশনের কলাকৌশল প্রশিক্ষণ দেয়া হয়।

কোর্স ফি ৩৫,০০০/- টাকা।

লিখিত পরীক্ষা
৩০-০৯-২০১৯
সকাল  ১০:০০টা

৪. বেকারী এ্যান্ড পেঞ্তি প্রোডাকশন
"হোটেল, মোটেল ও আধুনিক মানসম্পন্ন ফাস্ট কুড শপ ও বেকারী পরিচালনার ক্ষেত্রে কেক, পেস্টি, ব্রেড, কুকিজ প্রস্তুত প্রণালী।

কোর্স ফি ৩৫.০০০/- টাকা।

লিখিত পরীক্ষা
০১-১০-২০১৯
সকাল  ১০:০০টা

৫. ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন
হোটেল, মোটেল ও রেস্তোরা পরিচালনার ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুযায়ী দেশী-বিদেশী খাদা প্রস্তুত ডেকোরেশনসহ সম্পৃক্ত বিষয়াদি।

কোর্স ফি ৪৫,০০০/- টাকা।

লিখিত পরীক্ষা
২৯-০৯-২০১৯
দুপুর  ১২:০০টা

৬. হাউজ কিপিং এন্ড লন্ড্রী অপারেশক্স
হোটেল, মোটেল, গেস্ট হাউজ ও সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে কক্ষ 'সাজ-সজ্জা, বেড তৈরী, ক্লিনিং, লন্ড্রী সার্ভিস, হাইজিন এন্ড স্যানিটেশন।

কোর্স ফি ৩০,০০০/- টাকা।

লিখিত পরীক্ষা
০১-১০-২০১৯
দুপুর  ১২:০০টা

কোর্সের মেয়াদঃ  
এ্যাটাচমেন্ট/প্রজেক্ট এ্যাসাইনমেন্টসহ ১৮ সন্তাহ। 
সপ্তাহে ৫ দিন ক্লাস 
(রবিবার থেকে বৃহস্পতিবার, প্রতি দিন ৫ ঘন্টা)।

বৈশিষ্ট
* আধুনিক প্র্যাকটিক্যাল ল্যাব 
* আন্তর্জাতিকমানের কোর্স কারিকুলাম 
* দেশে ও বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ প্রশিক্ষক
* প্রতিদিন ১ ঘন্টা করে বিষয়ভিত্তিক ইংরেজী ক্লাস 
* বেসিক কম্পিউটার প্রশিক্ষণ 

# প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

জ্ঞতব্য বিষয়ঃ
১। অফিস চলাকালীন সময়ে (সকাল ১০:০০টা থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত) মহাখালী ইনস্টিটিউটের অফিস হতে ৩০০.০০ (তিনশত) টাকা মূল্যে ভর্তির ফরম ক্রয় করা যাবে। পূরণকৃত ভর্তি ফরমের সাথে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র/ প্রশংসাপত্র এবং ২ দেই) কপি পাসপোর্ট/ স্ট্যাম্প সাইজ ছবি জমা দিতে হবে।

২। সর্বোচ্চ ৩৫ বছর বয়সের প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

৩। ট্যুর গাইড এন্ড ট্রােল এজেন্সি অপারেশন এবং ফ্রন্ট অফিস এ্যান্ড সেক্রেটারিয়্যাল অপারেশন্স
কোর্সের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচ, এস, সি বা সমমান এবং অন্যান্য কোর্সের জন্য
ন্যুনতম এস, এস, সি বা সমমানের।

৪। যোগাযোগঃ 83-88, Mohakhali, Dhaka-1213. Phone- 9899289, 9899291.

CLICK HERE www.nhtti.org

৫। আবেদন পত্র দাখিল করার শেষ তারিখ- ২৬-০৯-২০১৯
৬1 কোর্স আরম্ভ হওয়ার তারিখ-  ২০-১০-২০১৯।

পারভেজ আহমেদ চৌধুরী
অধ্যক্ষ


2 Comments

  1. বাংলাদেশ পর্যটন আরো সম্মৃদ্ধশালী হোক। ধন্যবাদ।
    # Best of Bangladesh

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ- বাংলার পর্যটন শিল্পের সমৃদ্ধির স্বপ্ন দেখার জন্য, পর্যটন শিল্প নিয়ে কাজ করার জন্য এবং আমি ব্লগার কে স্মরণ করার জন্য

      Delete

Post a Comment

Previous Post Next Post