গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেলা প্রশাসকের কার্যালয়, চাপাইনবাবগঞ্জ
(স্থানীয় সরকার শাখা)
জেলা প্রশাসকের কার্যালয়, চাপাইনবাবগঞ্জ
(স্থানীয় সরকার শাখা)
স্থানীয় সরকার বিভাগের ইউপি-২ অধিশাখার ০৮.০৭.২০১৯ তারিখের ৪৬.০০.০০০০.০১৮. ০৪.০০১.১৭.২৩৫ সংখ্যক ম্মারকে ০৯ (নয়) টি “হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদে ছাড়পত্রাদেশের প্রেক্ষিতে চাপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে নিচে বর্ণিত শূন্যপদ পূরণ এবং প্যানেল প্রস্তুতের জন্য চাপাইনবাবগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিচে বর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
০১. হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর
* ৯৩০০/ - ২২৪৯০/ (জাতীয় বেতন স্কেল ২০১৫ খ্রি: এর ১৬ তম ধাপ)
* ০৯ স্থায়ী পদ
* শিক্ষাগত যোগ্যতা
ক) যে কোন বোর্ড হতে বাণিজ্য বিভাগে অন্যুন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিকিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং
গ) কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা ২০ (বিশ) শব্দ ও ইধরেজি ২০ (বিশ) শব্দ
খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং
গ) কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা ২০ (বিশ) শব্দ ও ইধরেজি ২০ (বিশ) শব্দ
→ আবেদনপত্র জেলা প্রশাসক, চাপাইনবাবগঞ্জ বরাবর লিখে ৩০/০৯/২০১৯ তারিখের মধ্যে অফিস চলাকালীন ডাকযোগে এ অফিসে পৌছাতে হবে।
→ সরাসরি কোন আবেদন গ্রহণযোগ্য হবে না। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র এ অফিসে না পৌচ্ছালে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে।
Post a Comment