বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর
Job Circular
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর “অঙ্গীভূত আনসার" একটি গুরুত্বপূর্ণ অংশ । বর্তমানে সারাদেশে ৩,৭৩২টি সংস্থায় ৬,০০০ গার্ডে প্রায় ৫০,০০০ হাজার সাধারণ আনসার সদস্য অঙ্গীভূত রয়েছে । বিমানবন্দর, সমুদ্র বন্দর, পাওয়ার স্টেশন এর মত গুরুত্বপূর্ণ কেপিআই শিল্প ও বানিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মহানগরীগুলোতে ট্রাফিক কন্ট্রোল, নৌ ও অন্যান্য গণ-পরিবহন, রেল ষ্টেশন এবং অন্যান্য সরকারী ও বেসরকারী স্থাপনার নিরাপত্তার দারিত্ব পালন করছে।
বয়স
১৮ হতে ৩০ বছর
(০৫/১১/২০১৯ খ্রিঃ তারিখে বরস ১৮ বছর এবং ৩০/১১/২০১৯ তারিখে ৩০ বছর)
শিক্ষাত যোগাতা
নূন্যতম JSC পাশ হতে হবে
শারিরীক যোগ্যতা
উচ্চতা - সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি
বুকের মাপ- ৩০/৩২ ইঞ্চি
দৃষ্টি শক্তি - ৬/৬
** কোন দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাই-এ নির্বাচন করা হবে না।
Post a Comment