AB Power Engineering Ltd.
12 নভেম্বর 2019
Job Circular
বৈদ্যুতিক পাওয়ার সেক্টরে অন্যতম লিডিং কোম্পানি AB Power Engineering Ltd. এ আকর্ষণীয় বেতনে কিছু সংখ্যক পরিশ্রমী, সৎ ও ডায়নামিক লোক নিয়োগ দেয়া হবে।
(১) Manager/Assistant Manager (Marketing):
পদের সংখ্যা- ৫ জন
⇒ আগ্রহী প্রার্থীকে যে কোন সরকারী/ বেসরকারী বিশ্ববিদ্যালয় হতে বিবিএ/ এমবিএ (Marketing) অথবা Electrical Engineering এ B.Sc ডিগ্রী ধারী হতে হবে। Sub-station বিক্রয়ের বাস্তব অভিজ্ঞতা-ধারী প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
(2) Assistant Manager (Store):
পদের সংখ্যা- ৩ জন
⇨ প্রার্থীকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক ডিগ্রী ধারী হতে হবে। Store Management ও Computer Literacy আবশ্যক।
(3) Manager (Tender):
পদের সংখ্যা- ৩ জন
প্রার্থীকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (বানিজ্য) বা বিবিএ বা Engineering এ B.Sc ডিগ্রী ধারী হতে হবে। প্রার্থীকে REB, PDB, DPDC, DESCO,WZPDCO এর সকল Tender Proposal Preparation, Bid, Cost, & Price Calculation ইত্যাদি সহ Tender এর যাবতীয় কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
** প্রত্যেক পদের জন্য আকর্ষনীয় বেতন ভাতা এবং অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।
↣ আগ্রহী প্রার্থীকে ছবি যুক্ত পূর্নাঙ্গ CV আগামী ২৫/১১/২০১৯ ইং তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় অথবা ই-মেইল এ পাঠানোর জন্য অনুরোধ করা হলো। তবে উল্লেখ্য যে, ইন্টারভিউ-এর দিনে প্রার্থীকে তার সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র নিয়ে আসতে হবে। ভেরিফিকেশনের পর মূল সনদ গুলি ফেরত দেয়া হবে।
Head of Human Resources Division
AB Power Engineering Ltd
House # 4/6, Road # 9,
Block # J, Baridhara,
Dhaka- 1212, Bangladesh.
E-mail: chakuri21@gmail.com,
Phone: 02-9892052, 8832111


Post a Comment