ACS Textiles (Bangladesh) Ltd. JOB CIRCULAR

এসিএস টেক্সটাইল্‌স (বাংলাদেশ) লিঃ
ACS Textiles (Bangladesh) Ltd.

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ 18 নভেম্বর 2019

Walk- In- Interview/
 JOB CIRCULAR 

একটি ১০০% বিদেশী (বিটিশ) বিনিয়োগকৃত হোম টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য নিন্যোক্ত
পদে জরুরী ভিত্তিতে নিয়োগ করা হবে।

নিরাপত্তা প্রহরী (২০জন)
প্রার্থীকে এস এস সি পাশ সহ অবশ্যই ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা ও সু-স্বাস্থ্যের অধিকারী হইতে হইবে। উপযুক্ত প্রার্থীকে আকর্ষনীয় বেতন সহ ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে।

আগ্রহী প্রার্থীদেরকে আগামী ০৭ দিনের মধ্যে ছবি, ভোটার আইডি কার্ড, জীবন বৃত্তান্ত ও চারিত্রিক সনদপত্র সহ প্রতিদিন সকাল ০৯.০০ ঘটিকা হইতে বিকাল ০৫.০০ ঘটিকার মধ্যে নিন্মোক্ত ঠিকানায় সরাসরি স্বাক্ষাত করার জন্য অনুরোধ করা হলো।

নির্বাহী পরিচালক
এ সি এস টেক্সটাইল্স (বাংলাদেশ) লিঃ
তেতলাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

Post a Comment

Previous Post Next Post