Chittagong-4349, Bangladesh
www.cuet.ac.bd
-------------------------------
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: চুয়েট
চট্টগ্রাম-৪৩৪৯, বাংলাদেশ
www.cuet.ac.bd
---------------------------------
বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ 13/11/2019
নিয়োগ বিজ্ঞপ্তি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর নিমবর্ণিত স্থায়ী/ অস্থায়ী পদসমূহ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
শূন্য পদের নাম এবং শূন্য পদ সংখ্যা
১। অধ্যাপক (মানবিক বিভাগ- ইংরেজি)-১টি পদ।
২। প্রভাষক পানিসম্পদ কৌশল বিভাগ- ১টি পদ।
৩। লাইব্রেরী সহকারী - ৬টি পদ।
৪। ইলেকট্রিশিয়ান-২টি পদ।
৫। বাবুর্চি- ১টি পদ।
৬। প্লাম্বার- ২টি পদ।
৭। ফটোকপি অপারেটর -১টি পদ।
৮। সহকারী বাবুর্চি- ৩টি পদ।
৯। নিরাপত্তা প্রহরী -১টি পদ।
১০। মালী -৪টি পদ।
⇉⇉⇉⇉⇉⇉⇉⇉⇉⇉
ক) ১-২নং পদের যোগ্যতা ও অভিজ্ঞতা, শর্তাবলী এবং আবেদনপত্রের নির্ধারিত ফরমেট ওয়েবসাইট www.cuet.ac.bd থেকে সংগ্রহ করা যাবে।
খ) ৩-১০নং পদের জন্য আবেদন সাদা কাগজে করতে হবে । সংশিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতা এবং শর্তাবলী ওয়েবসাইট www.cuet.ac.bd থেকে সংগ্রহ করা যাবে।
গ) ১-২নং পদের জন্য ৫০০/- টাকার এবং ৩-১০নং পদের জলা ৩০০/-টাকার সোনালী ব্যাংক লিঃ এস ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সোনালী ব্যাংক লিং, সি.ইউ.ই.টি. শাখা, চট্টগ্রাম-এর অনুকূলে “রেজিস্ট্রার, CUET, চট্টগ্রাম"-এর বরাবরে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
ঘ) ১ নং পদের আবেদনকারীর জনা ১০(দশ) সেট দরখাস্ত ২ নং পদের আবেদনকারীর ৭(সাত) সেট দরখাস্ত এবং ৩-১০নং পদের আবেদনকারীর ০২(দুই) সেট দরখাস্ত আগামী ০৪/১২/২০১৯ তারিখের মধ্যে রেজিস্ট্রার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসে অফিস চলাকালীন সময়ে পৌছাতে হবে।
ঙ) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বর্ণিত বয়সসীমা প্রযোজ্য নয়।
চ) শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে উচ্চতর ডিগ্রিধারীদের বয়সসীমা শিথিলযোগ্য।
স্বাক্ষরিত-
(প্রফেসর ড. ফারুক-উজ-জামান চৌধুরী)
রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব)
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালর


Post a Comment