Deputy Commissioner's DC Office Tangail: Govt. Job- Job Circular

Deputy Commissioner's DC Office Tangail: 
Govt. Job- Job Circular

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেলা প্রশাসকের কার্যালয় টাঙ্গাইল
(এস এ শাখা)


স্মারক নং-০৫.৩০.৯৩০০,০১২.০২.০৬২.১৫- ১৫৪২
তারিখ : ০২ অগ্রহায়ণ ১৪২৬/
....    : ১৭ নভেম্বর ২০১৯

নিয়োগের বিজ্ঞপ্তি

ভূমি মন্ত্রণালয়ের অধিশাখা-১ (মাঠ প্রশাসন) এর ১১ নভেম্বর ২০১৯ তারিখের ১.০০.০০০০. ০৪৬.১১. ০৫৬.১৪-৮৫১ নম্বর স্মারকে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইল-এর রাজস্ব বিভাগ ও এর অধীনস্থ ভূমি অফিসসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফরমে অনলাইনে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

পদের নাম
1. অফিস সহায়ক
2. নিরাপত্তা প্রহরী

গ্রেট ও বেতন স্কেল
(জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)
1. ২০তম গ্রেড : ৮,২৫০-২০০১০/-
2. ২০তম গ্রেড : ৮,২৫০-২০০১০/-

পদের সংখ্যা
1. ৬২ (বাষট্টি) টি
2. ০১ (একটি)

শিক্ষাগত যোগ্যতা
1. ৮ম (আষ্টম) শ্রেণী পাস
2. ৮ম (অষ্টম) শ্রেণী পাস

আবেদনের শর্তাবলী:

১. প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

২. নতুন আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স আগামী ০৩/১২/২০১৯ খ্রি. তারিখে অবশ্যই ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তান বা প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বিধি মোতাবেক সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

৩. ইতোপূর্বে এ কার্যালয়ের ০১ নভেম্বর ২০১৬ তারিখের ০৫.৩০.৯৩০০.০১২.০২.০৬২.১৫-১৪৪৭ নং স্মারকে জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত অফিস সহায়ক এর ০৫ (পাচ)টি শূন্য পদের বিপরীতে যারা আবেদন করেছিলেন, তাদের পুনরায় অনলাইনে আবেদন দাখিল করতে হবে। তবে সেসব প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য ৫০/-পেঞ্চাশ) টাকা প্রদান করার প্রয়োজন নেই। পূর্বে আবেদনকারীদের ক্ষেত্রে ৩০/১১/২০১৬ খ্রি. তারিখে তাদের বয়স অবশাই ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে এবং কোটার প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে।

১০. আবেদনকারীকে www.tangail.gov.bd এই ওয়েবসাইটে অনলাইনে ০৩/১২/১৯ তারিখ সন্ধ্যা ৬:০০ ঘটিকার মধ্যে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রবেশপত্র ০৮/১২/২০১৯ তারিখ হতে একই Web- www.tangail.gov.bd হতে সংগ্রহ করা যাবে।

বিস্তারিত জানার জন্য জেলার ওয়েবসাইট এবং নিচের বিজ্ঞাপনটি দেখুন 

Post a Comment

Previous Post Next Post