Haji Kashem Ali Private PTI Admission : C-in-Ed course

Haji Kashem Ali Private PTI
হাজী কাশেম আলী বেসরকারী পি.টি.আই
মুক্তাগাছা, ময়মনসিংহ
স্থাপিত- ২০০২ খ্রি

জানুয়ারি-ডিসেম্বর/২০২০ শিক্ষাবর্ষে 
সি-ইন-এড কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

বাংলাদেশ সি-ইন-এড বোর্ডের স্মারক নং-৩৮.৪১৮.০০.০০. ৫৮.২০১০.১১৫৪, তারিখ-৩১/১০/২০১৯ খ্রি মোতাবেক ভর্তি/ডেপুটেশন নীতিম অনুসরণ পূর্বক জানুয়ারি-ডিসেম্বর/২০২০ শিক্ষাবর্ষে সি-ইন-এড কোর্সে ভর্তি সম্পন্ন করার নিমিত্তে হাজী কাশেম আলী বেসরকারী পি.টি.আই মুক্তাগাছা, ময়মনসিংহে ২০০ আসনে সি-ইন-এড কোর্সে ভর্তি কার্যক্রম চলছে।

ভর্তি যোগ্যতা :
১। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এস.এস.সি বয়স অনূর্ধ্ব ৫২ বছর। সি-ইন-এড কোর্সে ভর্তি হতে পারবেন।
২। বেসরকারী স্কুলের শিক্ষক বা শিক্ষক নয় এমন আগ্রহী প্রার্থীগণ (ন্যুনতম এস.এস.সি পাস) সি-ইন-এড কোর্সে ভর্তি হতে পারবেন।
৩। সি-ইন-এড কোর্সসহ ২য় শ্রেণী/বিভাগ স্নাতক ডিগ্রি থাকলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন পি.টি.আই সমূহের পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে ১০ গ্রেডে চাকুরীর সুবিধা পাবেন।
8। সি-ইন-এড কোর্স গ্রহণ করা থাকলে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পরবর্তীতে সি-ইন-এড কোর্স করা প্রয়োজন হবে না।

ভর্তির সময় : 
১। ভর্তির মেয়াদ-০৫/১২/২০১৯ পর্যন্ত। 
২। ডেপুটেশনের মেয়াদ-২০/১১/২০১৯ পর্যন্ত। 
৩। কার্যক্রম শুরু ০১ জানুয়ারী/২০২০।


সভাপতি ও  সুপারিনটেনডেন্ট
হাজী কাশেম আলী বেসরকারী পি.টি.আই 
মুক্তাগাছা, ময়মনসিংহ। 
প্রয়োজনে- ০১৭৩০৬৫৭৮৬৩

Post a Comment

Previous Post Next Post