MATS and IHT Admission (3rd Phase) || Department of Health Mohakhali

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্বাস্থ্য অধিদপ্তর
মহাখালী, ঢাকা-১২১২


স্মারক নং-স্বাঃঅধিঃ/চিঃ সহাঠ/আইএইচটি-ম্যাটস-অপেক্ষমাণ/২০১৯-২০২০/২৮৭৩
তারিখঃ ১৪/১১/১৯ ইং

বিজ্ঞপ্তি
MATS and IHT Admission (3rd Phase)


বিষয়ঃ ২০১৯-২০২০ ইং শিক্ষাবর্ষে MAT ও IHT সমূহে মেধাভিত্তিক অপেক্ষমাণ তালিকা থেকে ৩য় দফায় ছাত্র-ছাত্রী ভর্তি প্রসংগে।

** ২০১৯-২০২০ ইং শিক্ষা বর্ষে MAT ও IHT সমূহে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের ২য় দফায় ভর্তি গত ১৪.১০.২০১৯ ইং তারিখে শেষ হয়েছে।

** ভর্তির নির্ধারিত সময়ের পর আসন শূন্যতার কারণে মেধাভিত্তিক অপেক্ষমাণ তালিকা থেকে ৩য় দফায় সাময়িকভাবে ভর্তির জন্য নির্বাচন করা হল। পূর্ণাঙ্গ তালিকা সকল MAT ও IHT অধ্যক্ষ, মহোদয় এর ই-মেইলে প্রেরণ করা হয়েছে, তদুপরি স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট: www.dghs.gov.bd এ পাওয়া যাবে.

ওয়েবসাইট: www.dghs.gov.bd

Post a Comment

Previous Post Next Post