Mawlana Bhasani University of Science and Technology Admission Notice

Department of Textile Engineering (TE)
Mawlana Bhasani University of Science and Technology
www.mbstu.ac.bd
----------------------------------------
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টি.ই.) বিভাগ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
www.mbstu.ac.bd
-----------------------------------------------------------
ফোনঃ ০৯২১-৬২৪০৫, টেলি ফ্যাক্সঃ ০৯২১-৫৫৪০০

: মাভাবিপ্রবিটিই/ACD/১৪৩/২০৯৯
: তারিখ- 6 নভেম্বর 2019 
পত্রিকায় প্রকাশ- 13 নভেম্বর 2019


২০১৭-২০১৮ইং শিক্ষাবর্ষে MSc in Textile Engineering প্রোগ্রামে
ভর্তি বিজ্ঞপ্তি/Admission Notice

২০১৭-২০১৮ইং শিক্ষাবর্ষের জন্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টি.ই.) বিভাগে M.Sc in Textile Engineering প্রোগ্রামে সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক নির্ধারিত আসনে ভর্তির জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত যে কোন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রীধারী ছাত্র-ছাত্রীদের নিকট থেকে আবেদন পত্র আহবান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীগণ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অফিসে ১০০০/- (এক হাজার) টাকা জমা দিয়ে আবেদন পত্র সংগ্রহ করতে পারবে।

ভর্তির যোগ্যতা
ক) এস.এস.সি ও এইচ.এস.সি বা সমমান পরীক্ষায় পৃথকভাবে সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
খ) বি.এস.সি (ইঞ্জিনিয়ারিং) কোর্সে নূন্যতম সিজিপিএ ৩.২৫/প্রথম শ্রেণী থাকতে হবে।
গ) চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র যুক্ত করতে হবে
ক) শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সকল মার্কশীট/ ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি।
খ) নাগরিকত্বের সনদপত্র/জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি।
গ) সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
ঘ) সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি।

ভর্তি সংক্রান্ত তারিখ সমূহ
আবেদন পত্র বিতরণ ও জমা
(সকাল ১০.০০ থেকে বিকাল ৪.০০ পর্যন্ত)
১৬/১১/২০১৯ ইং থেকে ১১/১২/২০১৯ ইং পর্যন্ত

এডমিশন টেষ্ট/ সাক্ষাতকার 
(সকাল ১০.০০ থেকে দুপুর ১২.০০ পর্যন্ত)
৩০/১২/২০১৯ ইং

ফলাফল প্রকাশ 
৩১/১২/২০১৯ ইং

ভর্তির তারিখ (ছুটির দিন ব্যতিত)
০৫/০১/২০২০ ইং থেকে ১৫/০১/২০২০ ইং পর্যন্ত

ক্লাস শুরু 
২৫/০১/২০২০ ইং

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ও তারিখ বিভাগীয় অফিস এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.mbstu.ac.bd থেকে জানা যাবে।

চেয়ারম্যান
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টি.ই.) বিভাগ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
সন্তোষ, টাঙ্গাইল-১৯০২

Post a Comment

Previous Post Next Post