Government of the People's Republic of Bangladesh
National Institute of Mass Communication (NIMC)
Ministry of Information, Website: www.nimc.gov.bd
125/A, AW Chowdhury Road, Darussalam, Mirpur, Dhaka- 1216.
PABX: 55079438-42, Fax: 55079443
Website: http://www.nimc.gov.bd/
================
Research Proposals
নং- ১৫৫৫.০০০০,৩০৪.১৬-০১৭,১৯, ২৪৩
তারিখ: নভেম্বর ২০১৯/ অগ্রহায়ণ ১৪২৫
গবেষণা প্রস্তাব আহ্বান
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ২০১৯-২০২০ অর্থবছরে নিম্নবর্ণিত ২(দুই) টি গবেষণা কার্যক্রম পরিচালনার কাজ হাতে নিয়েছে।১) শিশু-কিশোর অপরাধ প্রশমনে ইলেকট্রনিক গণমাধ্যমের ভূমিকা চিহ্নিতকরণ এবং তার আঙ্গিকে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের প্রয়োজনীয় প্রশিক্ষণ কৌশল নিরূপণ।
২) সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্রমবর্ধমান ব্যবহার প্রবণতার ভিত্তিতে বর্তমান গণমাধ্যমের প্রশিক্ষণ চাহিদা নিরূপণ এবং তার আঙ্গিকে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ভবিষৎ প্রশিক্ষণ কৌশল নিরূপণ।
আগ্রহী প্রতিষ্ঠান/ব্যক্তিদের নিকট থেকে উপযুক্ত গবেষণা প্রস্তাব আহবান করা যাচ্ছে। গবেষণা প্রস্তাব বাংলা অথবা ইংরেজি যে কোন একটি ভার্সনে জমা দেয়া যাবে।
আগ্রহী প্রতিষ্ঠান/ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতা, গবেষণা কাজের অভিজ্ঞতা, ঠিকানা, ই-মেইল ও টেলিফোন নম্বর উল্লেখপূর্বক গবেষণা পরিচালকের ০২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত এবং ১০ (দশ) কপি গবেষণা প্রস্তাব আগামী ২৫ ডিসেম্বর ২০১৯ তারিখের মধ্যে মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, ঢাকা বরাবর সিলগালাযুক্ত খামে ডাকযোগে অথবা সরাসরি প্রেরণ করতে হবে। খামের ওপর অবশ্যই গবেষণার বিষয়বস্তু উল্লেখ করতে হবে। গবেষণা প্রস্তাবের ছক জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ওয়েবসাইড (www.nimc.gov.bd)-এ পাওয়া যাবে।
প্রাপ্ত প্রস্তাবসমূহ PPR-২০০৪ অনুসারে মূল্যায়ন করে নির্বাচিত গবেষককে গবেষণার সুযোগ দেওয়া হবে। নির্বাচিত গবেষককে আগামী ৩০ এপ্রিল ২০২০ তারিখের মধ্যে ৫০ (পঞ্চাশ) কপি পূর্ণাঙ্গ প্রতিবেদন (বাইন্ডিং ও ছাপানোসহ) জমা দিতে হবে।
কর্তৃপক্ষ যেকোনো প্রস্তাব গ্রহণ ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
মো: ফাইম সিদ্দিকী
গবেষণা কর্মকর্তা
(মহাপরিচালকের পক্ষে)
দূরালাপনী: ৫৫০৭৯৪৪৫
===
Recent Circular/ (More Info):
No | Date | Details | To See CLICK HERE↓ |
01. 24/08/2021 (Publish) Call- Journal Article: 17/10/2021 (Last) CLICK HERE
02. /
===
Post a Comment