নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ
শাহজালাল এভিনিউ, সেক্টর-৪, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০।
ফোন: ০২-৪৮৯৫২৪৫৫, ০১৭১১২৪৩৮৬০ (অধ্যক্ষ)
সহকারী প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারী বিধি মোতাবেক এরতিহ্যবাহী স্কুল এন্ড কলেজের শূন্য পদে ০১ জন, ডাবল শিফট এর জন্য (শিফট অনুমোদিত) ০১ জন, মোট ০২ জন সহকারী প্রধান শিক্ষক আবশ্যক।
সহকারী প্রধান শিক্ষক
কলেজের শূন্য পদ- ০১ জন
ডাবল শিফট/ অনুমোদিত- ০১ জন
মোট- ০২ জন
আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
➤১। প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্তসহ সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি, “অধ্যক্ষ, নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ” বরাবর ৮০০/- টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/ পে-অর্ডারসহ শূন্য পদ অথবা ডাবল শিফট উল্লেখ পূর্বক আবেদনপত্র আগামী ১৩/১২/২০১৯ তারিখ রোজ শুক্রবার সকাল ৯.০০ ঘটিকার মধ্যে স্কুল এন্ড কলেজের অফিসে সরাসরি/ডাকযোগে পৌছাতে হবে।
➤২। আগামী ১৩/১২/২০১৯ তারিখ শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
➤৩। চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
➤৪। অসম্পূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
➤৫। প্রার্থীদের কোন প্রকার তদবীর অযোগ্যতাই প্রমান করে।


Post a Comment