Small & Cottage Industries Training Institute (SCITI)
Bangladesh Small & Cottage Industries Corporation (BSCIC)
Ministry of Industries
অফিস ব্যবস্থাপনা কোর্স
**অফিস পরিচালনার জন্য কোর্সটি অত্যন্ত গুরুতুপূর্ণ
কোর্সের মেয়াদ:
০৮-১২-২০১৯ হতে ১২-১২-২০১৯ পর্যন্ত
কোর্সের উদ্দেশ্য:
অফিস ব্যবস্থাপনা যে কোন প্রতিষ্ঠানের একটি অপরিহার্য অংশ। উন্নত অফিস ব্যবস্থাপনার মাধ্যমেই দাপ্তরিক এবং উৎপাদনমূলক কাজের সমন্বয় সাধন করে প্রতিষ্ঠানের গতি বৃদ্ধি করা।
কোর্সের বিষর:
অফিসের কার্যাবলী, অফিসের অবস্থান ও বিন্যাস, অফিস বাজেট, নোট ও পত্র লিখন, মালামাল ক্রর পদ্ধতি, সিদ্ধান্ত গ্রহণ পদ্ধাতি ইত্যাদি।
শিক্ষাগত যোগ্যতা:
ন্যুনতম এইচএসসি পাস।
কোর্স-
১,৫০০/- (এক হাজার পাচশত) টাকা।
আবেননের শেষ তারিখ:
০৮ ডিসেম্বর ২০১৯ খ্রিঃ, একই তারিখে প্রশিক্ষণ শুরু হবে।
Post a Comment