গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Naval Commerce Department
নৌ বাণিজ্য দপ্তর সরকারী কার্যভবন-১,
আগ্রাবাদ, চট্টগ্রাম।
ফোন : ৭২৪১৪০, ২১৯০২, ফ্যাক্স : ৭২৪৯৫৪
নং : ১৮১৭১৫০০৩.১০১.১১,০০১১৮/
তারিখ : ১৪/১০/২০১৯ খ্রিঃ
নিয়োগ বিজ্ঞপ্তি/Job Circular
অত্র দপ্তরের অধীনস্থ কক্সবাজার, কুতুবদিয়া ও সেন্টমার্টিন বাতিঘর সমুহের জন্য নিম্নলিখিত শূন্য পদের বিপরীতে সম্পূর্ণ অস্থায়ী ভিভিতে লোক নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহবান করা বাচ্ছে।
পদের নাম
অফিস সহায়ক- লস্কর
শূন্য পদের সংখ্যা
03 (তিনটি)
শিক্ষাগত যোগ্যতা
অষ্টম শ্রেণি পাস
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই
চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী খুলনা ফেনী মাদারীপুর মুন্সীগঞ্জ সিরাজগঞ্জ কুমিল্লা
** আবেদন আগামী ৩০শে নভেম্বর ২০১৯ তারিখের মধ্যে ডাকযোগে অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে। উক্ত সময়ের পর প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না.


Post a Comment