An Invitation for: A NEWBORN BABY to take into custody
নবজাতক কন্যা শিশুকে জিম্মায় নেওয়ার আবেদন আহ্বান
➽ 12/12/2019 ➽
সুন্দর একটি আবেদন-আমন্ত্রণ
গত ২৩/১১/২০১৯ইং তারিখে দিরাই থানা পুলিশ জি.ডি. নং- ৯২১ মূলে এক নবজাতক কন্যা শিশুকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
উক্ত শিশু বর্তমানে ছোটমনি নিবাস, বাগবাড়ী, সমাজসেবা কার্যালয়, সিলেটে আছে।
এমতাবস্থায়, উক্ত নবজাতক শিশুটির সুষ্ঠ পরিচর্যা, মানসিক বিকাশ ও নিরাপদ জীবনমান নিশ্চিতকল্পে জিম্মা নিতে আগ্রহী অবস্থাসম্পন্ন, দায়িত্বশীল, নিঃসন্তান দম্পতিদের আগামী ২৯/১২/২০১৯ ইং তারিখের মধ্যে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, সুনামগঞ্জ বরাবর আবেদন দাখিল করার জন্য বলা হলো।
স্বাক্ষরিত
এ.জি.এম আল মাসুদ
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জ।
Post a Comment