Bangladesh Bank, Bankers Selection Committee Secretariat: Schedule and Test Center

Bangladesh Bank
Bankers Selection Committee Secretariat: 
Schedule and Test Center

বাংলাদেশ ব্যাংক
ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়
(সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ)
প্রধান কার্যালয়
মতিঝিল, ঢাকা-১০০০।

বিজ্ঞপ্তি নং-১৫৯/২০১৯
তারিখ- ১ ডিসেম্বর ২০১৯ / ১৬ অগ্রহায়ণ ১৪২৬

জনতা ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংক লিমিটেড-এ “কর্মকর্তা (সাধারণ) পদে নিয়োগের উদ্দেশ্য প্রার্থীদের MCQ Test গ্রহণের সময়সূচি ও পরীক্ষা কেন্দ্রের তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি।

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় কর্তৃক প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তি নং-১১২/২০১৭, তারিখ: ২৯/০৮/২০১৭ এবং পরবর্তীতে Duplicate Admit Card ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি নং-১৩৯/২০১৯, তারিখ : ১৭/১০/২০১৯ এর সূত্রে জনতা ব্যাংক লিঃ ও রূপালী ব্যাংক লিঃ এ “কর্মকর্তা (সাধারণ)" এর ২০১৬ সাল ভিত্তিক ৮৮৯ টি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হতে Duplicate Admit Card ডাউনলোডকারী প্রার্থীদের ১ ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের  MCQ Test আগামী ১৩/১২/২০১৯ তারিখ বিকাল ৩.০০ টা হতে ৪.০০ট পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশনদ্ধয়ের মধ্যে অবস্থিত নিম্নবর্ণিত কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে-

Post a Comment

Previous Post Next Post