Bangladesh Police, Sunamganj: Office of the Superintendent: Job Circular

Government of the People's Republic of Bangladesh 
The office of the Superintendent
Bangladesh Police, Sunamganj


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ পুলিশ
পুলিশ সুপারের কার্যালয়
সুনামগঞ্জ

স্মারক নং প্রশাঃ-৩৭৩৩/ই
তারিখ-০৪/১২/২০১৯ খ্রিঃ 
(পত্রিকায় প্রকাশ 11-12-2019)

নিয়োগ বিজ্ঞপ্তি/ Recruitment Notice

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ পুলিশ সুপারের কার্যালয় সুনামগঞ্জ জন নিরাপত্তা বিভাগ,স্বরাষ্ট্র মন্ত্রণালয় (পুলিশ শাখা-২) স্মারক নং-৪৪.০০.০০০০.০৯৫. ০২.০০৯.১৯-১০২, তারিখ- ১০/০২/২০১৯খিঃ, পুলিশ হেড কোয়ার্টার্স স্মারক নং-প্রশাসন/৭১-২০১২/১৫৩৪), তারিখ- ১৭/০২/২০১৯খিঃ এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট স্মারক নং- ০৫.৪৬.০০০০. ০০১.১১. ০০৬.১৯.২৪৯, তারিখ- ০৪/১২/২০১৯ খ্রিঃ এর প্রেক্ষিতে- 

সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের আওতাধীন নিম্নবর্ণিত শূন্য পদটি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক ও সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে স্ব-হস্তে লিখিত দরখাস্ত আহবান করা যাচ্ছে। আবেদন আগামী ২৬/১২/২০১৯ খ্রিঃ তারিখের মধ্যে সরাসরি ডাকযোগে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে পৌছাতে হবেঃ

পদের নাম
সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
শূন্য পদের সংখ্যা- 01 টি


আবেদন আগামী ২৬/১২/২০১৯ খ্রিঃ তারিখের মধ্যে

Post a Comment

Previous Post Next Post