Government of the People's Republic of Bangladesh
Department of Agricultural Marketing
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কৃষি বিপণন অধিদপ্তর
বিভাগীয় কার্ধালয়
নিয়োগ বিজ্ঞপ্তি/ Recruitment Notice
=========================
====04/12/2019====
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কৃষি বিপণন অধিদপ্তর
খামারবাড়ি, ফার্মগেট, ঢাকা-১২১৫
স্মারক নং-১২.০২.০০০০.০০২-১১.২৯১.১২-৭৮৩
তারিখঃ ২৮-১১-২০১৯খ্রিঃ
বিজ্ঞপ্তি
কৃষি বিপণন অধিদপ্তরের ১৫ গ্রেডভুক্ত গাড়িচালক (ভারী) এবং ১৬ গ্রডভুক্ত গাড়িচালক (হালকা) পদে জনবল নিয়োগের নিমিত্তে গত ২৮ জুন ২০১৯ তারিখে গৃহীত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান নির্ধারণপূর্বক কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েবসাইট www.dam.portal.gov.bd এর মাধ্যমে প্রকাশিত হয়েছে। এছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমেও এসএমএস দ্বারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানানো হয়েছে।
ইকবাল হোসেন চাকলাদার
(উপসচিব)
উপ-পরিচালক (আরইটিসি)
Post a Comment