Government of the People's Republic of Bangladesh
Deputy Commissioner's Office, Brahmanbaria
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেলা প্রশাসকের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া
(এস এ শাখা)
ন২- ৩১.৪২.১২০০,০১২.১৫.২১১.১৯.২৪১১
তারিখঃ ১৫ ডিসেম্বর, ২০১৯/ ৩০ অগ্রহায়ণ ১৪২৬
নিয়োগ বিজ্ঞপ্তি/ Recruitment Notice
ভুমি মন্ত্রণালয়, অধিশাখা-২ (মাঠ প্রশাসন), ঢাকা'র ১৫ সেপ্টেম্বর, ২০১৯ তারিখের ৩১.০০.০০০০. ০৪৬.১১. ২১৭-১২-৬৫৯ নং স্মারক এবং বিভাগীয় কমিশনারের কার্যালয় ও বিভাগীয় নির্বাচনী বোর্ড, চট্টগ্রাম এর ০৪ ডিসেম্বর, ২০১৯ তারিখের ০৫.৪২. ০০০০.০০৩. ০৩.০০৮.১৯-৯৯ নং স্মারকের অনুমোদন মোতাবেক ব্রাহ্মণবাড়িয়া জেলার রাজস্ব প্রশাসনের অধিনস্থ কার্যালয়সমূহে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত চাকুরীর আবেদন ফরমে দরখাস্ত আহব্বান করা যাচ্ছে।
আবেদনের শেষ তারিখ- 15 জানুয়ারী 2020
চাকরির নির্ধারিত আবেদন ফরম (Given with job circular)
Post a Comment