Gaibandha DC: Deputy Commissioner's Office: Gaibandha || Job Circular

Gaibandha DC Office
Deputy Commissioner's Office: Gaibandha
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেলা প্রশাসকের কার্যালয়
গাইবান্ধা
(স্থানীয় সরকার শাখা)

স্মারক
তারিখ- ২১ ডিসেম্বর ২০১৯

নিয়োগ বিজ্ঞপ্তি / Recruitment Notice

স্থানীয় সরকার বিভাগ, ইউপি-২ শাখার ০৭/১০/২০১৯ খ্রিস্টাব্দ তারিখের ৪৬,০০.০০০০. ০১৮.০৪. ০০১.১৭-৪৩৫ নং স্মারকের জারিকৃত ছাড়পত্র অনুসারে গাইবান্ধা জেলাধীন ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর-এর শূন্য পদে ৩য় পর্যায়ে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য কেবলমাত্র গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদ: হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর
শূন্য পদের সংখ্যা ৩১/ (31) টি
বেতন: ৯৩০০-২২৪৯০/- 
(জাতীয় বেতন স্কেল/২০১৫, গ্রেড নং-১৬)

শিক্ষাগত যোগ্যতা
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় শুধুমাত্র বাণিজ্য বিভাগে অথবা সমমানের পরীক্ষায় বাণিজ্য বিভাগে অন্যূন ২য় বিভাগে (সমমানের জিপিএ-তে) উত্তীর্ণ
(খ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং
(গ) কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা ২০ (বিশ) শব্দ ও ইংরেজি ২০ (বিশ) শব্দ।

শর্তাবলী
০১. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

০২. জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৯ ডিসেম্বর ২০১৪ খ্রিস্টাব্দ তারিখের ০৫.১১০.০০০০. ০০.০০.০৮৯. ১৪.০১ নং স্মারকে জারিকৃত চাকুরির নির্ধারিত আবেদন ফরমে আগ্রহী প্রার্থীগণ জেলা প্রশাসক, গাইবান্ধা বরাবরে আবেদন করবেন। নির্ধারিত আবেদন ফরমটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও জেলা প্রশাসক, গাইবান্ধার ওয়েবসাইট www.gaibandha.gov.bd এর NOTICE BOARD হতে সংগ্রহ করা যাবে। এছাড়া গাইবান্ধা জেলার প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে আবেদন ফরম ডাউনলোড করা যাবে।

০৩. আবেদনপত্র আগামী ২০/০১/২০২০ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেলা প্রশাসকের কার্যালয়, গাইবান্ধায় ডাকযোগে পৌছাতে হবে। সরাসরি কোন আবেদন গ্রহণ করা হবে না। খামের উপর মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোটা (যদি থাকে) এবং বাম পার্থে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে।

০৪. নির্ধারিত আবেদন ফরমের নির্দেশনা ও চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

০৫. প্রার্থীর বয়সসীমা ২০/০১/২০২০ তারিখে ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে।

নিম্নে অফিশিয়ালি 21 ডিসেম্বর 2019 তারিখে প্রকাশিত সার্কুলার এবং 
অফিশিয়ালি 23 ডিসেম্বর 2019 তারিখে প্রকাশিত সংযোজনী দেয়া হলো:

21 ডিসেম্বর 2019 তারিখে প্রকাশিত সার্কুলার

23 ডিসেম্বর 2019 তারিখে প্রকাশিত সংযোজনী



Post a Comment

Previous Post Next Post