Skill Development Training: Hotels and Tourism Sectors
সম্পূর্ণ সরকারি খরচে হোটেল ও পর্যটন সেক্টরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
23/12/2019
গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে Skills for Employment Investment Program (SEIP) এর আওতায় Industry Skills Council (ISC) for Tourism & Hospitality এর তত্ত্বাবধানে Hospitality সেক্টরে দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে সম্পূর্ণ সরকারি খরচে প্রশিক্ষণ প্রদান করা হবে।প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের উপযোগী করে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রমে অংশ গ্রহণের জন্য বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে নিম্নে উল্লেখিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নামের পাশে বর্ণিত কোর্সে ভর্তির জন্য আবেদন পত্র আহবান করা যাচ্ছে।
Post a Comment