Micine Eki Japanese Language School: Japanese Language Instructor- Recruitment

Micine Eki Japanese Language School:
Japanese Language Instructor- Recruitment

মিচিনে একি জাপানিজ ল্যংগুয়েজ স্কুল, 
শাহ আলী সুপার মার্কেট (১৪ তলা), মিরপুর-১০, ঢাকা 
Japanese Language Instructor
Recruitment Notice

জাপানিজ ভাষা প্রশিক্ষক 
নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নাম
সহকারী প্রশিক্ষক 
(জাপানিজ ভাষা)

সংখ্যা
03

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞ
NAT-N3/ JLPT- N3 অথবা জাপানিজ ভাষার উপর ০৮ বছরের অধিক অভিজ্ঞতা/ প্রশিক্ষণ সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য। 
(জাপান ফেরত এবং জাপানে কর্মরত ছিলেন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)

============
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের জীবন বৃত্তান্ত ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা ০৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ সংশ্লিষ্ট সকল ডকুমেন্ট/ সনদপত্র মূল কপি এবং ০১ সেট ফাটোকপি অফিসে ব্যবহারের জন্য দাখিল করতে হবে।

আবেদন জমা দানের শেষ সময় 
তারিখ- ০৫.১২.২০১৯ খ্রিঃ, বিকাল- ৫:০০ ঘটিকা

Post a Comment

Previous Post Next Post