Selima Medical College Hospital Ltd.
1, Jhenaidaha Road, Caurhash, Kushtia
সেলিমা মেডিকেল কলেজ হাসপাতাল লিঃ- বিআরবি গ্রুপ
১, ঝিনাইদহ সড়ক, চৌড়হাস, কুষ্টিয়া
ফোন: ০৭১-৬৩২২৩
নিয়োগ বিজ্ঞপ্তি/ Job Circular
স্বাস্থ্য সেবা খাতে অবদান রাখতে বি আর বি গ্রুপের পরিচালনায় কুষ্টিয়া-খুলনা মহাসড়কের কুষ্টিয়া শহরের প্রবেশ মুখে নির্মিযমান সেলিমা মেডিকেল কলেজ হাসপাতাল লিঃ প্রজেক্টের উচ্চাকাংখী নিম্নরূপ যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন লোক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে ।
পদের নাম: প্রজেক্ট ডাইরেক্টর
শিক্ষাগত যোগ্যতা:
বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং (সিভিল/ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল)/ মাষ্টার্স এমবিএ
অভিজ্ঞতা
প্রার্থীর কোন বহুতল বিশিষ্ট আধুনিক হাসপাতাল/ বহুতল বাণিজ্যিক ভবন/ আন্তর্জাতিক মানের হোটেল ইত্যাদি নির্মাণ কাজ পরিচালনা ও তদারকিতে কমপক্ষে ১৫ বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনভাতা:
আলোচনা সাপেক্ষে বেতন-ভাতাদি নির্ধারণ হবে, তবে প্রার্থীকে চাহিদাকৃত বেতন আবেদনপত্রে উল্লেখ করতে হবে।
আবেদনপত্রআগামী ২৭.০১.২০২০ ইং তারিখের মধ্যে
চেয়ারম্যান,
সেলিমা মেডিকেল কলেজ হাসপাতাল লিঃ,
১, ঝিনাইদহ সড়ক, চৌড়হাস, কুষ্টিয়া
এই ঠিকানায় পৌছাতে হবে।
সেলিমা মেডিকেল কলেজ হাসপাতাল লিঃ
১, ঝিনাইদহ সড়ক, চৌড়হাস, কুষ্টিয়া
ফোন: ০৭১-৬৩২২৩
Post a Comment