Bangladesh Overseas Employment and Services Limited (Boesel)

Bangladesh Overseas Employment and Services Limited (Boesel)
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)
(প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বিদেশে জনশক্তি প্রেরণকারী একটি সরকারি প্রতিষ্ঠান)
প্রবাসী কল্যাণ ভবন (৫ম তলা), ৭১-৭২, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০
ফোন:+৮৮-০২-৪৮৩১৯১২৫, ৯৩৩৬৫০৮ ও ৪৮৩১৭৫১৫ (পিএবিএক্স)
ফ্যাক্স: +৮৮-০২-৫৮৩১৬৫৭৭, ৯৩৩০৬৫২
email: info@boesl.gov.bd / md@boesl.gov.bd
Web: www.boesl.gov.bd

বোয়েসেলের মাধ্যমে হংকং -এ মহিলা ডোমেস্টিক হেলপার (Female Domestic Helper) 
নিয়োগ বিজ্ঞপ্তি


বিজ্ঞপ্তি নং বোয়েস/হংকং-২০১৯/৩১৪/৫৯
তারিখ: ০৮.৩.২০২০ খ্রি.

পদের নাম.
মহিলা ডোমেস্টিক হেলপার (Female Domestic Helper)

পদের সংখ্যা
৬,০০০ (ছয় হাজার)

বেতন 
৪৬৩০ হংকং ডলার (৫১.০০০/- টাকা  প্রায়)।

যোগ্যতা ও অভিজ্ঞতা
 ৩ মাস মেয়াদী হাউস কিপিং ও ক্যান্তনিজ ভাষার উপরে প্রশিক্ষণপ্রাপ্ত।


চাকরির শর্তাবলী
(১) দৈনিক ৮ (আট) ঘণ্টা ডিউটি, সপ্তাহে ৬ (ছয়) দিন, ১ (এক) দিন ছুটি।

(২) চাকরির চুক্তি ২ (দুই) বছর (নবায়নযোগ্য)।

(৩) নিয়োগকর্তা বাসস্থান, খাওয়া, চিকিৎসা ও যাতায়াত ব্যয় বহন করবেন।

(8) বয়স সীমা ২০ (বিশ) হইতে ৩৫ (পয়ত্রিশ) বছর।

(৫) শিক্ষাগত যোগ্যতা ন্যুনতম অস্টম শ্রেণী/ জেএসসি/ জেডিসি হতে হবে।

(৬) বিমানভাড়া ও অন্যান্য খরচসহ ট্রেনিং খরচ ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা এবং বোয়েসেলের সার্ভিস চার্জ ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা।

(৭) পাসপোর্ট না থাকলেও আবেদন করা যাবে তবে নির্বাচিত প্রার্থীদের পরে নিজ দায়িত্বে পাসপোর্ট করতে হবে।

(৮) থাকা খাওয়া ও বাসস্থান সুবিধাসহ ৩ মাস মেয়াদী হাউজ কিপিং ও ক্যান্তনিজ ভাষার উপরে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হবে।

(৯) চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শর্তসাপেক্ষে ঋণ নিতে পারবেন, আগ্রহী মহিলা প্রার্থীদেরকে ইমেইল-এ বায়োডাটা প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বায়োডাটার বিস্তারিত বোয়েসেল ওয়েবসাইট দেখুন।

ফোন নম্বর: +৮৮-০২-৪৮৩১৯১২৫, ৯৩৩৬৫০৮ ও ৪৮৩১৭৫১৫

-

Post a Comment

Previous Post Next Post