Coronavirus: COVID-19 Emergency Public Notice on
Medical Treatment Subject
করোনাভাইরাস: কোভিড-১৯
চিকিৎসা বিষয়ে জরুরী গণবিজ্ঞপ্তি
জরুরী গণবিজ্ঞপ্তি
আপনার জ্বর, গলা ব্যথা, ম্যাজ ম্যাজ ভাব, শরীর ব্যথা, হাঁচি, কাশি, সর্দি এসব উপসর্গ যদি থাকে তবে শ্বাসকষ্ট না থাকে- তাহলে বাড়িতেই থাকুন এবং নিম্নোক্ত নিয়মসমূহ মেনে চলুনঃ
- কুসুম গরম পানি পান করুন ও গরম পানি দিয়ে গড়গড়া করুন
- বাড়ির অন্যদের থেকে আলাদা থাকুন
- দিনে অন্ততঃ দু'বার শরীরের তাপমাত্রা মাপুন
- মাস্ক ব্যবহার করুন
- বাড়িতে অতিথিদের আসা বন্ধ করুন
- ঘনঘন সাবান পানি দিয়ে হাত ধুবেন
- জ্বর কমানোর জন্য প্যারাসিটামল খাবেন
- সর্দি-কাশির জন্য এন্টিহিস্টামিন (যেমন- ফেক্সোকেনাডিন, ক্লোরফেনিরামিন ইত্যাদি) খেতে পারেন)
- হাত দিয়ে নাক, চোখ, মুখ ছোবেন না
হটলাইন নম্বর/ Hotline Number-
প্রয়োজনে ১৬২৬৩ (16263) বা ৩৩৩ (333) নম্বরে ফোন করে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ নিন
প্রয়োজনে ১৬২৬৩ (16263) বা ৩৩৩ (333) নম্বরে ফোন করে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ নিন
* আপনার উপরোক্ত উপসর্গসমূহ থাকলে এবং বয়স ৬০-এর বেশী হলে বা অন্যান্য অসুস্থতা যেমন- উচ্চ রক্তচাপ, হাঁপানি, হৃদরোগ, ডায়াবেটিস, গর্ভাবস্থা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।
* শ্বাসকষ্ট হলে বা অন্যান্য জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন
Post a Comment