Combined Military Hospital, CMH Dhaka
Dhaka Cantonment
সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা
ঢাকা সেনানিবাস
ফোনঃ +৮৮-০২-৮৭১১১১১ বর্ধিত ৪৫০৬
বিজ্ঞপ্তি/ Notice
বিষয়- শ্রবণ প্রতিবন্ধীদের বিনামূল্যে/ স্বল্পমূল্যে ককলিয়ার ইমপ্লান্ট ডিভাইস প্রাপ্তির আবেদন।
Subject- Application for free/ low cost Cochlear Implant Device for hearing impaired.
------------
সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকায় একটি বিশ্ব মানের ককলিয়ার ইমপ্লান্ট সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের পাইওনিয়ার প্রতিষ্ঠান হিসাবে অত্র সেন্টারে নিয়মিত ককলিয়ার ইমপ্লান্ট সার্জারী সম্পন্ন হচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অর্থায়নে গত ২০১৮-২০১৯ অর্থ বছরে ৯২টি ককলিয়ার ইমপ্লান্ট সার্থকভাবে সম্পন্ন হয়েছে। ২০১৯-২০২০ অর্থ বছরে অত্র সিএমএইচ সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে ১৩৪টি ডিভাইস প্রাপ্ত হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত ককলিয়ার ইমপ্লান্ট ডিভাইস বরাদ্দ নীতিমালা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদেরকে বিনামূল্যে/ আংশিক মূল্যে প্রদান করা হবে।
ককলিয়ার ইমপ্লান্ট ডিভাইসটি বরাদ্দ পাওয়ার ও সার্জারীর মাধ্যমে কানে স্থাপনের জন্য আগ্রহী শ্রবণ প্রতিবন্ধী রোগী/ অভিভাবকগণের পক্ষ থেকে আবেদন আহবান করা যাচ্ছে। আগ্রহী অভিভাবকদের আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অগ্রাধিকার প্রদান করা হবে। আবেদনপত্র ও বিস্তারিত তথ্যের জন্য সিএমএইচ ঢাকার সিআই/ cochlear implant সেন্টার (ককলিয়ার ইমপ্লান্ট সেন্টার) নাক, কান ও গলা বিভাগের ৩য় তলায় সকাল ০৮:০০ ঘটিকা থেকে ১৪:০০ ঘটিকা পর্যন্ত যোগাযোগ করতে অনুরোধ করা হলো। (০১৭৬৯০১৪৭৯৪, ০১৭৬৯০১৪৭৯৬, ০১৭৬৯০১৪৭৯৮)
--
Post a Comment