Palli Karma Sahayak Foundation (PKSF): Recruitment Notification


Palli Karma Sahayak Foundation (PKSF)
 Recruitment Notification

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)
পিকেএসএফ ভবন, প্লট: ই-৪/বি, আগারগাঁও প্রশাসনিক এলাকা, 
শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ 
ফোনঃ ৮১৮১৬৬৪-৬৯, ফ্যাক্স: ৮৮০-২-৮১৮১৬৭৮, 
ওয়েবসাইট: www.pksf-bd.org

নিয়োগ বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে দেশের শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান। পিকেএসএফ- এ উপ-ব্যবস্থাপক পদমর্যাদায় নিরাপত্তা কর্মকর্তা হিসেবে চুক্তিভিত্তিতে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত প্রার্থীগণের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের নাম: 
নিরাপত্তা কর্মকর্তা

পদের সংখ্যা:
০১ টি

শিক্ষাগত যোগ্যতা: 
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোন বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। পুলিশ বাহিনী বা যেকোন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অগ্রাধিকার দেয়া হবে। নিরাপত্তা বিষয়ে প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।

অভিজ্ঞতা:
সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ০৪ (চার) বছর চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স:
সর্বনিম্ন ৩৫ বছর এবং সর্বোচ্চ ৫৫ বছর।

বেতন: 
মাসিক থোক বেতন ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা এবং নিয়মানুযায়ী উৎসব ভাতা প্রদান করা হবে। বেতন আয়ের ওপর প্রযোজ্য আয়কর সংশ্লিষ্ট কর্মকর্তা বহন করবেন যা উৎসে কর্তন করা হবে।

প্রার্থীগণকে বর্ণিত পদের Terms of Reference (ToR) এবং আবেদন করার বিস্তারিত নিয়মাবলী ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি পিকেএসএফ- এর ওয়েবসাইট: www.pksf-bd.org -এ দেখার অনুরোধ করা যাচ্ছে।

আগ্রহী প্রার্থীগণকে আগামী ০৭ আগস্ট ২০২০ তারিখের মধ্যে পিকেএসএফ- এর ওয়েব সাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হলো।

আগামী ০৭ আগস্ট ২০২০ তারিখের মধ্যে আবেদন


-

Post a Comment

Previous Post Next Post