Seamen Welfare & Emigration Directorate:
Seamen's Education Trust Fund-
Scholarship
============
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর
উপ-পরিচালকের কার্যালয়
সীম্যান্স হোস্টেল, চট্টগ্রাম
শিক্ষাবৃত্তি- স্কলার্শিপ
:বিজ্ঞপ্তি:
:বিজ্ঞপ্তি:
নৌ বাণিজ্য জাহাজের যেসকল নাবিকদের কমপক্ষে 24 মাস অনুমোদিত সিডিসিতে অন্তর্ভুক্ত আছে- তাদের এবং মৃত্যু, অক্ষম ও অবসরপ্রাপ্ত নাবিক সন্তান-সন্ততি: স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অষ্টম শ্রেণী থেকে উচ্চতর (ডিগ্রী, মাস্টার্স, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ইত্যাদি) শ্রেণীতে অধ্যায়নরত আছেন, তাদের নিকট থেকে সীম্যানস এডুকেশন ট্রাস্ট ফান্ড' এর আওতায় 2020- 2021 অর্থবর্ষে এককালীন অনুদান প্রদান করে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে.
** একজন নাবিকের একজন সন্তান আবেদন করতে পারবেন. আবেদনকারীদের মধ্যে ছাত্রদের ক্ষেত্রে বিগত বার্ষিক/ পাবলিক পরীক্ষায় জিপিএ 3.0 এর কম এবং ছাত্রীদের ক্ষেত্রে জিপিএ 2.5 এর কম গ্রেড প্রাপ্ত আবেদন করার প্রয়োজন নাই. 2020 খ্রিস্টাব্দে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময়সীমার মধ্যে 60 দিন পরীক্ষার ফলাফল প্রকাশ পরবর্তী উচ্চতর শ্রেণীতে ভর্তি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যায়ন পত্র সহ আবেদন করতে পারবেন. এছাড়াও অন্য কোন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক সাহায্য প্রাপ্ত ছাত্র-ছাত্রী আবেদন করতে পারবেন না. দরখাস্ত নাবিক ও প্রবাসী কল্যাণ পরিদপ্তর এর ওয়েবসাইট www.dsw.gov.bd শিক্ষাবৃত্তির আবেদন এ প্রবেশ করে আবেদনের সকল শর্ত পূরণ করে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে 60 দিনের মধ্যে আবেদন করতে হবে.
**বিস্তারিত তথ্যের জন্য 031-724854, 031-740853 এবং 031-723458 ফোন নম্বরে শিক্ষার্থী ও অভিভাবক যোগাযোগ করতে পারেন.
**Website- www.dsw.gov.bd
**Students and parents can contact 031-624654, 031-640653, 031-623458 for more information.
----
Post a Comment