Bangladesh Insulator and Sanitary-ware Factory BISF: Hiring Sales Representatives


বাংলাদেশ ইনসুলেটর এন্ড স্যানিটারীওয়্যার ফ্যাক্টরী লিঃ
(বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি 'র একটি প্রতিষ্ঠান)
Bangladesh Insulator and Sanitary-ware Factory Ltd.
(an Enterprise of Bangladesh Chemical Industries Corporation BCIC)

বিক্রয় প্রতিনিধি নিয়োগ/ 
Hiring Sales Representatives

ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ইনসুলেটর এন্ড স্যানিটারীওয়্যার ফ্যাক্টরী লিঃ কর্তৃক চট্টগ্রাম এবং খুলনা অঞ্চলের জন্য ০২ (দুই) জন করে মোট ০৪ (চার) জন বিক্রয় প্রতিনিধি নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আবেদনকারীকে অবশ্যই চট্টগ্রাম ও খুলনা অঞ্চলের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। আবেদনপত্র ও নিয়োগ সংক্রান্ত চুক্তিনামার কপি বিসিআইসি'র ওয়েব সাইটে (www.bcic.gov.bd) পাওয়া যাবে।

আবেদনকারীকে অবশ্যই ন্যুনতম এইচএসসি পাস এবং স্যানিটারীওয়্যার পণ্য বাজারজাতকরণ/ বিপণন এর ০২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনপত্রে বর্ণিত কাগজপত্রাদিসহ আবেদনপত্রটি অবশ্যই আগামী ১৫/০৯/২০২০ইং তারিখের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ইনসুলেটর এন্ড স্যানিটারীওয়্যার ফ্যাক্টরী লিঃ বক্স নগর, মিরপুর, ঢাকা- ১২১৬ এর বরাবরে পৌঁছাতে হবে।

 ✓
তাং ১০.৮.২০২০
(মোঃ সাইফুজ্জামান)
উপ-মহাব্যবস্থাপক (বিপণন)
ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে।
টেলিঃ ৪৪৮০২০৫২, ০১৭৩২০৪৯২৫৮

--

Post a Comment

Previous Post Next Post