---------------------------------
Bangladesh Krishi Gobeshona Endowment Trust (BKGD)
(Bangladesh Agricultural Research Endowment Trust)
বাংলাদেশ কৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্ট (বিকেজিইটি)
এ আই সি ভবন (৩য় তলা), বি এ আর সি ক্যাম্পাস, ফার্মগেট, ঢাকা
ফোন ৯১৩৩৬৬৪, ৮১৪১৯২৪, ফ্যাক্সঃ ৮৮-০২-৯১৩৩৬৬৪
-------------------------------
স্মারকনং-বিকেজিইটি/২০২০/০৮/২২
তারিখ: ১২-০৮-২০২০খ্রি.
নিয়োগ বিজ্ঞপ্তি/ Recruitment Notice
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্ট (বিকেজিইটি)'এ নিম্নোক্ত পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের প্রয়োজনে পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং নিম্নে উল্লেখিত শর্তাবলীর আলোকে প্রকৃত বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
আবেদনের শেষ তারিখ: 20 সেপ্টেম্বর 2020, বিকেল পাঁচটা
---



Post a Comment