Bangladesh Open University (BOU)
Bachelor of Agricultural Education Program (BAgEd)
Admission Open/ ভর্তি বিজ্ঞপ্তি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি)
ব্যাচেলর অব এগ্রিকালচারাল এডুকেশন প্রোগ্রাম
=============বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট (সার্ড) পরিচালিত 03 (তিন) বছর মেয়াদি ব্যাচেলর অব এগ্রিকালচারাল এডুকেশন (বিএজিএড) প্রোগ্রামে ২০২ টার্মে (জুলাই-ডিসেম্বর ২০২০) শিক্ষার্থী ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।
ভর্তির যোগ্যতা:
এইচএসসি (বিজ্ঞন গ্রুপ/কৃষি শিক্ষা বিষয়সহ যে কোনো গ্রুপ) অথবা চার/ তিন বছর মেয়াদি কৃষি ডিপ্লোমা/ সমমানের সার্টিফিকেটধারী এবং ন্যুনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ ২.০ (দুই) প্রাপ্ত হতে হবে ।
আবেদন:
আবেদনপত্র সংগ্রহ, ফি জম ও ভর্তি হওয়া যাবে আগামী ২১/০৯/২০২০ তারিখের মধ্যে, বাউবির অফিস চলাকালীন । এ ছাড়া অন্যান্য যোগ্যতা, ভর্তি প্রক্রিয়া, নির্দেশনা, আবেদন ফরম, খরচসহ যাবতীয় তথ্য পাওয়া যাবে বাউবির ওয়েবসাইট (https://bou.edu.bd) ঠিকানায়।
বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন
--



Post a Comment