Gono-Unnayan Somobay Hospital & Diagnostic Centre, Madaripur
গণ-উন্নয়ন সমবায় হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, মাদারীপুর
===========19/08/2020
নিয়োগ বিজ্ঞপ্তি/ Job Circular
নিম্নলিখিত পদ সমূহে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে-
ক) প্রার্থীদের বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে
খ) প্রার্থীর বয়স: ১৮-৪০
গ) প্রার্থীকে আবেদনপত্রের সাথে উল্লেখিত কাগজপত্র জমা দিতে হবে
১। প্রার্থীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত,
২। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি,
৩। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি রঙিন ছবি
৪। সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
৫। নিয়োগ বিজ্ঞপ্তির পদের সম্মুখে উল্লেখিত মেয়াদের অভিজ্ঞতা সনদ,
৬। টেলিফোন ও মোবাইল নম্বরসহ খামের উপরে পদের নাম
⇛ আবেদন সরাসরি ডাকযোগে অথবা ই-মেইলের মাধ্যমে আগামী ১৫/০৯/২০২০ তারিখের মধ্যে
বরাবর
চেয়ারম্যান,
গণ-উন্নয়ন সমবায় হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার,
গণ-উন্নয়ন ভবন, থানা রোড, শিবচর, মাদারীপুর.
NB:
এক ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না। করলে কর্তৃপক্ষ একটি রেখে একটি বাতিল করবেন।
--
Post a Comment