Jagannath University, Dhaka
.
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
-------------
27/08/2020
Faculty Search
নিয়োগ বিজ্ঞপ্তি/ Recruitment Notice
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শূন্য পদ সমূহ পূরণের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
ইতিহাস বিভাগ
০১ জন সহযোগী অধ্যাপক
দর্শন বিভাগ
০১ জন সহকারী অধ্যাপক
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ
০১ জন অধ্যাপক
পরিসখ্যান বিভাগ
০১ জন সহযোগী অধ্যাপক
নৃবিজ্ঞান বিভাগ
০১ জন সহযোগী অধ্যাপক
উদ্ভিদ বিজ্ঞান বিভাগ
০১ জন সহযোগী অধ্যাপক
প্রাণি বিদ্যা বিভাগ
০১ জন অধ্যাপক ও
০২ জন সহযোগী অধ্যাপক এবং
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট-এ
০১ জন সহকারী অধ্যাপক ও
০১ জন প্রভাষক (শিক্ষা ছুটি জনিত শূন্য পদের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে)
⇰⇰
উল্লিখিত পদ সমূহে নিয়োগের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে Online-এ আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
* শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন স্কেল ও সাধারণ শর্তাবলীসহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি এবং Online- এ আবেদন করার বিস্তারিত নিয়মাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.job.jnu.ac.bd - এ পাওয়া যাবে।
* অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য ৯০০.০০ (নয়শত) টাকা এবং সহকারী অধ্যাপক ও
প্রভাষক পদের জন্য ৬০০.০০ (ছয়শত) টাকা Sure Cash- এর মাধ্যমে Payment করতে হবে।
* শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নম্বরপত্র এবং অভিজ্ঞতার প্রমাণপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)- এর
সত্যায়িত প্রতিলিপি, সকল গবেষণা প্রবন্ধ/ প্রকাশনার কপি (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্রের
সত্যায়িত প্রতিলিপি এবং সদ্য তোলা পাসপোর্ট আকারের ০৩ (তিন) কপি সত্যায়িত রঙিন ছবি যুক্ত
করে Online-এ দাখিলকৃত আবেদন ফরম-এর প্রিন্ট কপিসহ আবেদনপত্র [অধ্যাপক ও সহযোগী
অধ্যাপক পদের জন্য ১১ (এগার) সেট এবং সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য ০৮ (আট)
সেট] নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে (ডাকযোগে/ কুরিয়ার সার্ভিস-এর মাধ্যমে/ সরাসরি) পৌঁছাতে হবে।
* আবেদনপত্র জমাদানের শেষ তারিখ আগামী ১০/০৯/২০২০।
* চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে।
বিঃ দ্রঃ- পদ সংখ্যা হ্রাস-বৃদ্ধি হতে পারে।
--
Post a Comment