Rajshahi Medical College Hospital RMCH রাজশাহী মেডিকেল: Recruitment Notice


Government of the People's Republic of Bangladesh
Office of the Director
Rajshahi Medical College Hospital.
****************
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পরিচালকের কার্যালয়
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।

----------------------------------------------
স্মারক নং- রামেকহা/প্রশা/নিয়োগ/২০/ ৪৩২৬
তারিখ: ২৪/৮/২০২০ খ্রিঃ


নিয়োগ বিজ্ঞপ্তি/ Job Circular

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন-১ অধিশাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর স্মারক নং-স্বাসেবি/প্রশা-১/পিএইচ/২সি-১/২০০৪-৬২১ তারিখ: ০৫/৫/২০২০ খ্রিঃ মোতাবেক ছাড়পত্র পাওয়ায় উক্ত পত্রের নির্দেশ অনুযায়ী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং এর নিয়ন্ত্রাধীন মডেল পরিবার পরিকল্পনা ক্লিনিকের ৩য় শ্রেণীর রাজস্বখাতভূক্ত নিম্নোক্ত শূন্য পদ সমূহে অস্থারী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে স্ব-হস্তে লিখিত দরখাস্ত আহবান করা যাচ্ছে।

আবেদনের শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2020



--

Post a Comment

Previous Post Next Post