Rangdhanu Group রংধনু গ্রুপ: নিয়োগ বিজ্ঞপ্তি Job Circular



Rangdhanu Group
রংধনু গ্রুপ

------------
16/08/2020

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি/ Job Circular

রংধনু গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান সমূহে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়া হবে।

নিরাপত্তা প্রহরী
যোগ্যতাঃ
* উচ্চতা: ৫'-৬” এবং তদুর্ধ।
* শিক্ষাগত যোগ্যতা: ন্যুনতম এস এস সি/ সমমান উত্তীর্ণ
* বয়স: ২৫-৩০ বছর
* জাতীয়তা: বাংলাদেশী (পুরুষ)

জাতীয়তা সনদপত্র, এস এস সি / সমমান পরীক্ষায় উত্তীর্ণ সনদপত্র, স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র ইত্যাদি আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানায় ২৯ আগষ্ট ২০২০ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে।

''প্রকল্প পরিচালক'' (সাধারণ)
রংধনু গ্রুপ
১২/ডি এবং ১২, ব্লকর# এ, মেইন এভিনিউ, বসুন্ধরা রেসিডেনসিয়াল এরিয়া, ঢাকা ১২২৯।
***
আবেদন
 ২৯ আগষ্ট ২০২০ তারিখের মধ্যে
***
⇨ ইন্টারভিউ স্থান তারিখ, সময়:
 ৩১ আগষ্ট ২০২০, রোজ: সোমবার; 
সময়: সকাল # ০৯:০০ ঘটিকায়
***
⇨ নিম্নবর্নিত ঠিকানায় আবেদনকারীকে সশরীরে উপস্থিত থাকতে হবে।
"মেহেদী ফুড কোর্ট” 
৩০০ ফিট, বরুয়া, খিলক্ষেত, ঢাকা
***


---

Post a Comment

Previous Post Next Post