SEHEO, Jhenaidah. সিও, ঝিনাইদহ (একটি প্রতিষ্ঠিত এনজিও): Recruitment Circular


SEHEO/ সিও
(A renowned NGO)
নিয়োগ বিজ্ঞপ্তি/ Job Circular
[276 টি শূন্য পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি]

SEHEO/ সিও মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি থেকে সনদপ্রাপ্ত একটি বেসরকারী সেচ্ছাসেবী মানব কল্যাণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রম পরিচালনা করে আসছে যার মধ্যে ঋণ কার্যক্রম অন্যতম। প্রধান কার্যালয়সহ সংস্থার আওতাধীন বর্ধিত এলাকার জন্য  ক্ষুদ্রঋণ কার্যক্রমে দীর্ঘসময় সংস্থার সাথে যুক্ত থেকে কাজ করার মানসিকতা সম্পন্ন যোগ্য, সৎ, কর্মঠ ও পরিশ্রমী প্রার্থীদের নিকট হতে নিম্ন লিখিত পদের জন্য দরখাস্ত আহবান করা হচ্ছে।

আবেদনের শেষ তারিখ: 27 আগস্ট 2020

বিস্তারিত জানতে সার্কুলার এবং ওয়েবসাইটের সহযোগিতা নিন






---

Post a Comment

Previous Post Next Post