Vacancy Announcement
.
নিয়োগ বিজ্ঞপ্তি: 01 (এক)
তারিখ: 17/08/2020
U.S. Food Mart Limited
.
ইউ.এস. ফুড মার্ট লিমিটেড
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি ফুড কোম্পানীতে নিম্নলিখিত পদসমূহে কিছু সংখ্যক এক্সিকিউটিভ নিয়োগ দেয়া হবে।
পদের নাম
০১) অনলাইন সেলস এক্সিকিউটিভ (মহিলা)
০২) কম্পিউটার হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার (মহিলা)
০৩) সেলস এক্সিকিউটিভ (মহিলা)
০৪) হিসাব রক্ষক (মহিলা)
----------------------------
আগামী ২৬ শে আগষ্ট ২০২০ইং তারিখ এর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও বায়ো ডাটা পাঠানোর ঠিকানাঃ
U.S. Food Mart Limited
হাউজ-১০৮, স্যুইট: এ-১ (১ম তলা),
রোড- ১১, ব্লক-সি. বনানী, ঢাকা-১২১৩
===============================================
তারিখ: 17/08/2020
Career Opportunity
.
নিয়োগ বিজ্ঞপ্তি: 02 (দুই)
Nabiabad Alhaj A. Wadud Sarkar Fazil Madrasah
.
নবীয়াবাদ আলহাজ্ব আঃ ওয়াদুদ সরকার ফাজিল মাদ্রাসা
পোঃ নবীয়াবাদ মাদরাসা ৩৫৪৩, উপজেলা- মুরাদনগর, জেলা- কুমিল্লা।
⇩
অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত নবীয়াবাদ আলহাজ্ব আবদুল ওয়াদুদ সরকার ফাজিল মাদাসা, ডাকঘরঃ নবীয়াবাদ, উপজেলাঃ মুরাদনগর, জেলাঃ কুমিল্লার জন্য 'বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এম.পি.ও. নীতিমালা ২০১৮' এর আলোকে সরকারী ও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়, ঢাকা এর বিধি মোতাবেক শূন্য পদে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্য ব্যক্তি নিয়োগ করা হবে।
পদের নাম
*উপাধ্যক্ষ,
*গ্রন্থাগারিক (নবসৃষ্ট),
*সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার,
*অফিস সহকারী কাম হিসাব সহকারী,
*নৈশপ্রহরী,
*পরিচ্ছন্নতা কর্মী ও
*আয়া
NB- প্রতি পদে ০১ (এক) জন করে লোক নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীদেরকে আবেদনপত্রে মোবাইল নম্বর উল্লেখ পূর্বক ৪ (চার) কপি ছবি, জীবন বৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ আবেদনপত্র বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর পৌঁছাতে অনুরোধ করা হল। - অধ্যক্ষ
উল্লেখ্য, জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ 17 আগস্ট 2020
--



Post a Comment