Government of the People's Republic of Bangladesh
Additional District and Sessions Judge's Office
Joypurhat.
**************
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অতিরিক্ত জেলা ও দায়রা জজ-এর কার্যালয়,
জয়পুরহাট।
----------------------------
স্মারক নং- ৯৭/অতিঃজেঃজঃ
তারিখ-৩১/০৮/২০২০
নিয়োগ বিজ্ঞপ্তি
Recruitment Notice/ Job Circular
জেলা ও দায়রা জজ আদালত, জয়পুরহাট-এ নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহবান করা যাচ্ছে:
নিম্নমান সহকারী-কাম-কম্পিউটার অপারেটর
শূন্য পদের সংখ্যা: 04 (চার) টি
টাকা ৯৩০০-২২৪৯০
(গ্রেড-১৬)
হিসাব রক্ষক
শূন্য পদের সংখ্যা: 04 (চার) টি
টাকা ৯৩০০-২২৪৯০
(গ্রেড-১৬)
নাজির
শূন্য পদের সংখ্যা: 03 (তিন) টি
টাকা ৯৩০০-২২৪৯০
(গ্রেড-১৬)
জারীকারক
শূন্য পদের সংখ্যা: 04 (চার) টি
টাকা ৮৫০০-২০৫৭০
(গ্রেড-১৯)
অফিস সহায়ক
শূন্য পদের সংখ্যা: 05 (পাঁচ) টি
টাকা ৮২৫০-২০০১০
(গ্রেড-২০)
নিরাপত্তা প্রহরী (নৈশ প্রহরী)
শূন্য পদের সংখ্যা: 02 (দুই) টি
টাকা ৮২৫০-২০০১০
(গ্রেড-২০)
আবেদনের শেষ তারিখ
আগামী ৩০/০৯/২০২০ খ্রিঃ তারিখের মধ্যে
(সরাসরি বা ডাকযোগে)
আবেদন
বরাবর,
সিনিয়র জেলা ও দায়রা জজ
জয়পুরহাট
জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সার্কুলার (02/09/2020)
-----
Post a Comment