Bangladesh Academy for Securities Markets (BASM): Recruitment Circular


Bangladesh Academy for Securities Markets (BASM)

(A Training and Research Institute of BSEC)

বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম)

Securities Commission Bhaban
E-6/C, Agargaon, Dhaka- 1027

---------------------------------------------
সূত্র নং- বিএএসএম/প্রশাসন/ ১০:০১/২০২০-৩০ 
তারিখ: ০৭/০৯/২০২০

নিয়োগ বিজ্ঞপ্তি/ Job Vacancy Announcement

বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম), বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের একটি শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। উক্ত ইনস্টিটিউট এর মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক পূর্ণকালীন নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ব্যক্তির নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

পদের নাম: মহাপরিচালক
==================⇩
* দায়িত্ব ও কর্তব্য
* শিক্ষাগত যোগ্যতা
* অভিজ্ঞতা
* বয়স
* বেতন ভাতাদি ও অন্যান্য সুবিধা
* চাকরির শর্তাবলী
* আবেদন প্রক্রিয়া 
===================⇩
                        নিচের সার্কুলার দেখুন


আবেদনের শেষ তারিখ: 24 সেপ্টেম্বর 2020

10 সেপ্টেম্বর 2020 তারিখে পত্রিকায় প্রকাশিত সার্কুলার 


----

Post a Comment

Previous Post Next Post