Bangladesh Navy School of Symphony Orchestra বাংলাদেশ নৌবাহিনী স্কুল অব সিম্ফোনি অর্কেস্ট্রা: Recruitment Circular


Bangladesh Navy School of Symphony Orchestra
বাংলাদেশ নৌবাহিনী স্কুল অব সিম্ফোনি অর্কেস্ট্রা


==================
স্মারক নং-
তারিখ/ Date: 27/09/2020



Recruitment of Civil Symphony Orchestra Instructor

চুক্তিভিত্তিক অসামরিক সিম্ফোনি অর্কেস্ট্রা প্রশিক্ষক

নিয়োগ বিজ্ঞপ্তি / Job Circular

১। বাংলাদেশ নৌবাহিনী স্কুল অব সিম্ফোনি অর্কেস্ট্রায় পরিচালিতব্য পেশাগত প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন বাদ্যযন্ত্রে প্রশিক্ষণ প্রদানের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের মধ্য হতে চুক্তিভিত্তিক অসামরিক সিম্ফোনি অর্কেস্ট্রা প্রশিক্ষক নিয়োগ করা হবে। নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ

২। মনোনীত অসামরিক প্রশিক্ষককে সপ্তাহে ০৩ দিন, মাসে ১২ দিন, প্রতিদিন সকাল ০৮:০০ হতে ১৩:০০ ঘটিকা পর্যন্ত প্রশিক্ষক হিসেবে নিয়োজিত থাকতে হবে।

৩। আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, পাসপোঁট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, নাগরিকত্ব সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ ইং, রোজ বুধবার, সকাল ১০:০০ ঘটিকার মধ্যে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সরাসরি সাক্ষাৎকারের জন্য নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়, বানৌজা হাজী মহসীন, ঢাকা সেনানিবাস, ঢাকা- ১২০৬ এ উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে।



আবেদনের শেষ তারিখ/ Application Deadline:
আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ ইং, 
রোজ বুধবার, সকাল ১০:০০ ঘটিকা

জাতীয় দৈনিকে প্রকাশিত সার্কুলার/ Circular Published in National Dailies


Post a Comment

Previous Post Next Post