Personnel-Administration Branch
Savar, Dhaka- 1343
01. Corrected Recruitment Circular
02. Recruitment Circular
**********************
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র
কর্মী-প্রশাসন শাখা
সাভার, ঢাকা- ১৩৪৩
=============================
বিজ্ঞপ্তি নং-০৫.০১.০০০০.১২৫.১১.৮০১.২০.১০২৭
তারিখ- ২১/০৯/২০২০ খ্রিষ্টাব্দ
01. Corrected Recruitment Circular
সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকা কর্তৃক গত ২৩/০৮/২০২০ তারিখে বিভিন্ন পদে নিয়োগের লক্ষ্যে দৈনিক যুগান্তর ও Daily New Age সংবাদপত্রে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তির ১নং ক্রমিকে বর্ণিত কম্পিউটার অপারেটর পদের গ্রেড ও বেতন স্কেল যথাক্রমে ১১ ও ১২৫০০/- - ৩০২৩০/- উল্লেখ ছিল যা প্রকৃতপক্ষে যথাক্রমে ১৩ ও ১১০০০/- - ২৬৫৯০/- হবে। একই সঙ্গে কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৭ সেপ্টেম্বর, ২০২০ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি (স্মারক নং ০৫.০০.০০০০. ১৭০.১১. ০২৯. ১৯.১২২) মোতাবেক বিভিন্ন পদে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫/০৮/২০২০ এর পরিবর্তে ২৫/০৩/২০২০ তারিখে নির্ধারিত হবে। বর্ণিত সংশোধনীর কারণে আবেদনের সময়সীমা ২৪/০৯/২০২০ তারিখ হতে বর্ধিত করে ১১/১০/২০২০ পর্যন্ত করা হলো।
* বিজ্ঞপ্তির অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে।
উল্লেখ্য, সংশোধনকৃত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি http://bpatc.teletalk.com.bd/doc/BPATC.pdf লিংকে এবং কেন্দ্রের ওয়েবসাইটে পাওয়া যাবে। .
জাতীয় দৈনিকে প্রকাশিত সার্কুলার/ Circular Published in National Dailies
02. Recruitment Circular
সংশোধনের পূর্বে প্রকাশিত মূল নিয়োগ বিজ্ঞপ্তি
-
জাতীয় দৈনিকে প্রকাশিত সার্কুলার/ Circular Published in National Dailies (20/08/2020)
Post a Comment