Bangladesh Public Service Commission BPSC: Press Release- Assistant Teacher [Bangla], Oral Examination


Bangladesh Public Service Commission BPSC
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন
আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭

-------------------
তারিখ: 01/09/2020


প্রেস বিজ্ঞপ্তি/ Press Release

Assistant Teacher [Bangla], Oral Examination

সহকারী শিক্ষক / শিক্ষিকা [বাংলা], পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা


বিষয়: শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের 'সহকারী শিক্ষক/ শিক্ষিকা [বাংলা]', পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের 'সহকারী শিক্ষক/শিক্ষিকা [বাংলা]' পদে MCQ ধরনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৭.০৯.২০২০ তারিখ থেকে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি বিস্তারিতভাবে কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ০১.০৯.২০২০ তারিখের ৬৫ নম্বর বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, MCQ ধরনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ অবশিষ্ট যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

----

Post a Comment

Previous Post Next Post