Pulses Mill, Keraniganj, Dhaka Plant
*******
বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড
ডাল মিল, কেরাণীগঞ্জ, ঢাকা প্ল্যান্ট
স্মারক নং-
তারিখ/ Date: 27-09-2020
নিয়োগ বিজ্ঞপ্তি / Job Circular
বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড- ডাল মিল, কেরাণীগঞ্জ, ঢাকা প্ল্যান্টে জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু দক্ষ জনবল নিয়োগ করা হবে।
পদের নাম + বিভাগ + পদ সংখ্যা + শিক্ষাগত যোগ্যতা + অভিজ্ঞতা
*মেশিন অপারেটর, গ্রেড-১ + প্রোডাকশন (এ্যাংকর ডাল) + ০৪ জন + এসএসসি + কমপক্ষে ২ বছর
*প্যাকিং হেলপার + প্রোডাকশন (এ্যাংকর ডাল, মশুর ডাল) + ১০ জন + অষ্টম শ্রেণী + প্রযোজ্য নয়
*মেশিন অপারেটর, গ্রেড-১ + প্রোডাকশন (মশুর ডাল) + ০৪ জন + এসএসসি + কমপক্ষে ১ বছর
*জুনিয়র ল্যাব এসিস্ট্যান্ট + কোয়ালিটি অ্যাসুরেন্স + ০২ জন + এইচএসসি + কমপক্ষে ১ বছর
*সুপারভাইজার + প্রোডাকশন + ০৫ জন + এইচএসসি + কমপক্ষে ১ বছর
বয়সসীমা:
২৩-৪০ বছর। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
বেতন:
আলোচনা সাপেক্ষে।
⇰ আগ্রহী যোগ্য প্রা্থীগণকে সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজ ছবি, জীবন-বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রসহ আবেদনপত্র (খামের উপরে পদবি উল্লেখসহ) আগামী ০৩/১০/২০২০ তারিখ বিকাল ০৫:৩০ ঘটিকার মধ্যে নিম্নোক্ত ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে৷
বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টার্স -২,
প্লট: ৫৬/এ, ব্লক: সি, উম্মে কুলসুম রোড,
বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯
আবেদনের শেষ তারিখ/ Application Deadline:
03 অক্টোবর 2020
জাতীয় দৈনিকে প্রকাশিত সার্কুলার/ Circular Published in National Dailies
Post a Comment